Advertisment

Hafeez slams Virat Kohli: ভয়ঙ্কর স্বার্থপর, নিজের সেঞ্চুরির জন্য দেশকে হারিয়েও দিতে পারেন! কোহলিকে ভয়ঙ্কর আক্রমণ হাফিজের

Virat Kohli in t20 World Cup 2024: হাফিজ বলেন, 'আমি এখনও মনে করি যে বিরাট শতরান করতে সেদিন অনেক বেশি বল নিয়েছিল। ও সেঞ্চুরি করবে বলে বড় শট খেলছিল না। ওর সেঞ্চুরিটা পর্যালোচনা করলেই যে কেউ একথা বুঝতে পারবে। আমার স্পষ্ট কথা, দলের কাছে ব্যক্তিগত মাইলস্টোন গৌণ ব্যাপার।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mohammad Hafeez, Virat Kohli, মহম্মদ হাফিজ, বিরাট কোহলি,

Mohammad Hafeez-Virat Kohli: বামদিকে পডকাস্টে মহম্মদ হাফিজ ও ডানদিকে ম্যাচে সাফল্যের পর বিরাট কোহলি। (ছবি- টুইটার)

Virat Kohli and Mohammad Hafeez: ভারতীয় ক্রিকেট সুপারস্টার বিরাট কোহলিকে 'স্বার্থপর' বলে অভিযোগ করে বিতর্কে জড়িয়েছিলেন। কিন্তু, তারপরও নিজের বক্তব্য থেকে সরতে নারাজ পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার মহম্মদ হাফিজ। এখনও নিজের বক্তব্যে অটল থেকে হাফিজ দাবি করে যাচ্ছেন, 'আমিই ঠিক ছিলাম।' বরাবর ঠোঁটকাটা বলে পরিচিত হাফিজ, ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরির পর বিরাট কোহলিকে স্বার্থপর বলেছিলেন।

Advertisment

যদিও ওই ম্যাচে ভারত টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পর কোহলি ১২১ বলে অপরাজিত ১০১ রান করেন। তাঁর দলকে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩২৬ রান তুলতে সাহায্য করেছিলেন। কিন্তু, কোহলির ইনিংস হাফিজের ভালো লাগেনি। তিনি অভিযোগ করেছিলেন, বিরাট সেঞ্চুরি করার জন্য ডেথ ওভারেও দেখেশুনে খেলে গিয়েছেন। আর, এই কারণেই ভারতের তারকা ব্যাটারের সমালোচনা করেছিলেন হাফিজ। ভারত ওই ম্যাচ শেষ পর্যন্ত ২৪৩ রানের বিশাল ব্যবধানে জিতে যায়। কিন্তু, পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার তাতেও কোহলির প্রতি নিজের মতামত একচুলও বদলাননি।

শুধু তখন বদলাননি, তা-ই নন। এখনও যে তিনি নিজের ওই বক্তব্যেই অনড়, বৃহস্পতিবার ফের তা বুঝিয়ে দিয়েছেন হাফিজ। ওই ম্যাচের সাত মাস পর, এবার হাফিজ জানিয়েছেন, তিনি ঠিকই বলেছিলেন। কারণ, কোহলি শেষ তিন ওভারে বড় কোনও শট খেলেননি। নিজের সেঞ্চুরি করার দিকে তাঁর বেশি নজর ছিল।

ক্লাব প্রেয়ার পডকাস্টে হাফিজ বলেছেন, 'যেই খেলুক না কেন, আমি মনে করি যে সবসময় ম্যাচ জেতার দিকেই নজর রাখা উচিত। কেউ যদি ৯০-এর ঘরে গিয়েও বড় শট নিতে দ্বিধা করেন, আমি সেটা মেনে নেব না। ৯৫-এর পর, কেউ যদি ১০০ করতে পাঁচটি বল নেয় এবং ১০০ রান করার পরেই তিনি যদি প্রতিবলে বড় শট হাঁকানোর চেষ্টা করেন, তাহলে সেটা কেন তিনি ৯২ বা ৯৫ রানের মাথায় করবেন না? আমার মতে, খেলার উদ্দেশ্য সবসময় একই থাকা উচিত। সেটা হল, দলের জয়ই প্রধান লক্ষ্য।'

২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে এ গ্রুপের খেলায় বিরাটের পারফরম্যান্স রীতিমতো শোচনীয়। এই ব্যাপারে না-ঢুকে হাফিজ বলেন, 'আমি এখনও মনে করি যে বিরাট শতরান করতে সেদিন অনেক বেশি বল নিয়েছিল। ও সেঞ্চুরি করবে বলে বড় শট খেলছিল না। ওর সেঞ্চুরিটা পর্যালোচনা করলেই যে কেউ একথা বুঝতে পারবে। আমার স্পষ্ট কথা, দলের কাছে ব্যক্তিগত মাইলস্টোন গৌণ ব্যাপার। ক্রিকেটের একজন অনুরাগী হিসেবে আমার কাছে ওই সেঞ্চুরি, হাফসেঞ্চুরির চেয়েও দলের জন্য প্রয়োজনীয় ১ রান করা, অনেক বেশি মূল্যবান।'

আরও পড়ুন- কালো আর্মব্যান্ড পরেই সুপার ৮-এ! বিশ্বকাপে খেলতে গিয়ে কী দুঃসংবাদ পেল টিম ইন্ডিয়া

এবারের টি-২০ বিশ্বকাপে গ্রুপ এ-এর ম্যাচে কোহলি তিনটি ম্যাচে মাত্র পাঁচ রান করেছেন। তারমধ্যে একটা ম্যাচে ৪ বল খেলে ১ রান করেছেন। আরেকটায় ৩ বল খেলে ৪ রান। আর, তৃতীয় ম্যাচটায় ১ বল খেলে ০ রানে আউট হয়েছেন। এই পরিস্থিতিতেই বৃহস্পতিবার বার্বাডোসে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারত সুপার ৮-এ অভিযান শুরু করেছে।

T20 World Cup Cricket News Virat Kohli India ICC Cricket World Cup South Africa Cricket Team Cricket World Cup Indian Cricket Team
Advertisment