Advertisment

ব্যাটিং ব্যর্থতাকেই দুষলেন কোহলি

ইংরেজদের ভূয়সী প্রশংসা করে বিরাট কোহলি জানিয়ে দিলেন যে, তাঁর টিম ব্রিটিশ আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই পারেনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Kohli

ব্যাটিং ব্যর্থতাকেই দুষলেন কোহলি

দ্বিতীয় টেস্টেও ভারতের ভরাডুবি। ইনিংস ও ১৫৯ রানে হেরে লর্ডস টেস্ট খুইয়েছে বিরাট কোহলির টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২-০ এগিয়ে গেল ইংল্যান্ড। ম্যাচ হেরে দলের ব্যাটিং ব্যর্থতাকেই দুষছেন ভারত অধিনায়ক কোহলি। ইংরেজদের ভূয়সী প্রশংসা করেই বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান জানিয়ে দিলেন যে, তাঁর টিম ব্রিটিশ আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই পারেনি।

Advertisment

ম্যাচ শেষে বিরাট সাংবাদিকদের বললেন, "সত্যি বলতে একেবারেই গর্বিত নই, যেভাবে আমরা খেলেছি। অবশ্যই কৃতিত্ব ইংল্যান্ডের। ওরা যে ক্লিনিক্যাল পারফরম্যান্স দিয়েছে, জয়টা ওদেরই প্রাপ্য। এসব বলার কোনও মানে হয় না যে, পরিবেশ আমাদের প্রতিকূলে ছিল। এরকম আবহাওয়ার সঙ্গেই লড়তে হয়। ওদের বোলাররা অসাধারণ খেলেছে।"

এরকম পেস সহায়ক গ্রিন টপে দু'জন স্পিনারকে খেলিয়েছে ভারত। এই রণনীতি একেবারেই কাজে আসেনি। কারণ স্পিনারদের মিলিত প্রয়াসে একটি উইকেটও আসেনি। কোহলি স্বীকার করে নিলেন যে, দল নির্বাচনে ভুল হয়েছে। জানিয়ে দিলেন, পরের ম্যাচে সংশোধন করে নেবেন ভুলভ্রান্তি। লর্ডসে পিঠের ব্যাথা ভুগিয়েছে বিরাটকে। মাঠের বাইরেও যেতে হয়েছে তাঁকে। চোটের প্রসঙ্গে কোহলির সংযোজন, " পিঠের ব্যাথা বারবার ফিরে আসছে। কাজের চাপের জন্যই এটা হচ্ছে। তবে আমি নিশ্চিত যে, আগামী পাঁচদিনের মধ্যে ঠিক হয়ে যাব।"

আগামী ১৮ অগাস্ট থেকে নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে তৃতীয় টেস্টে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড।

Virat Kohli
Advertisment