Advertisment

টোয়েন্টি-টোয়েন্টি থেকে ধোনির বাদ পড়া নিয়ে মুখ খুললেন কোহলি

চলতি বছর দেশের জার্সিতে একেবারেই ভাল খেলতে পারেননি ধোনি। ডজন ইনিংসে ব্যাট করে ২৫২ রান করেছেন তিনি। ২৫ এর গড়ে তাঁর স্লথ স্ট্রাইকরেট ৬৮.১০। যদিও ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে ধোনিকে রেখেই দলগঠনের পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের।

author-image
IE Bangla Web Desk
New Update
Dhoni and Kohli

টোয়েন্টি-টোয়েন্টি থেকে ধোনির বাদ পড়া নিয়ে মুখ খুললেন কোহলি (ছবি টুইটার)

মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে আলোচনার শেষ নেই। ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজ থেকে বাদ পড়ার পর থেকেই শিরোনামে দেশের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক। ক্রিকেটমহলের একাংশের ধারণা যে, ধোনির জন্য সম্ভবত জাতীয় দলে টোয়েন্টি-টোয়েন্টির রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। যদিও নির্বাচকরা জানিয়ে দিয়েছেন যে, তাঁরা ভবিষ্য়তের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন।ধোনির বিকল্প কোনও উইকেটকিপার-ব্যাটসম্যান তাঁরা বেছে নিতে চান। এই নিয়েই বিতর্ক বিদ্যমান। এবার ধোনির বাদ পড়া নিয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলি। তিনিই জানালেন ধোনির সরে আসার প্রকৃত কারণ।

Advertisment

তিরুঅনন্তপুরমে পঞ্চম ওয়ান-ডে-র পর কোহলি সাংবাদিকদের বলেন, “আমি যদি ভুল না করে থাকি তাহলে বোধহয় নির্বাচকরা সবটাই বলে দিয়েছেন। ধোনির সঙ্গেই প্রথমে কথা বলা হয়েছে। কিন্তু এখানে বসে এটা নিয়ে কথা বলার কোনও কারণ আমি দেখতে পাচ্ছি না। নির্বাচকরাতো সবটাই বুঝিয়ে বলেছেন। আমার মনে হয় মানুষ এই পরিস্থিতিটা নিয়ে অনেক কিছু বলছে। কিন্তু আমি অধিনায়ক হিসেবে এটা নিশ্চিত করতে পারি যে, এরকম কিছুই হয়নি। ধোনি এখনও দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। ধোনির মনে হয়েছে টি-২০ ফর্ম্যাটে ঋষভ পন্থের মতো কারোর আরও বেশি সুযোগ পাওয়া উচিত। ধোনি আমাদের জন্য নিয়মিত ওয়ান-ডে খেলে। সেখান থেকে দেখলে বোঝা যাবে যে, ও সবসময় তরুণদের সাহায্যেরই চেষ্টা করে। এর বাইরে আর কিছু না।”

আরও পড়ুন: ভিডিও দেখুন: কেন মাহি বন্দনায় টুইটার!

চলতি বছর দেশের জার্সিতে একেবারেই ভাল খেলতে পারেননি ধোনি। ডজন ইনিংসে ব্যাট করে ২৫২ রান করেছেন তিনি। ২৫ এর গড়ে তাঁর স্লথ স্ট্রাইকরেট ৬৮.১০। যদিও ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে ধোনিকে রেখেই দলগঠনের পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। কারণ মাঠে কোহলির পরামর্শদাতা হিসেবেই এই মানুষটাকে চায় বিসিসিআই। ধোনির ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠলেও তাঁর কিপিং আর ফিটনেস নিয়ে কথা বলার সাহস দেখাতে পারবেন না কেউই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ও চতুর্থ ম্যাচে উইকেটের পিছনে ব্র্যান্ড ধোনিকে দেখে মুগ্ধ ফ্যানেরা। পুণেতে একটি অসাধারণ ক্যাচ নিয়েছেন মাহি আর মুম্বইয়ে চোখের পলক ফেলার আগে করেছেন স্টাম্পিং।

Virat Kohli MS DHONI
Advertisment