/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/01/Virushka.jpg)
বিরুষ্কা ( অনুষ্কা শর্মার টুইটার থেকে)
বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। নিঃসন্দেহে দেশবাসীর প্রিয়তম ‘লাভড কাপল’ তাঁরা। প্রেমপর্ব থেকে বিয়ে এবং তারপরেও তাঁদেরকে নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। বিরুষ্কার এক আলাদাই চার্ম। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন ও বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানের সঙ্গেই এখন ছুটি কাটাচ্ছেন বলিউডের প্রথমসারির অভিনেত্রী। এই মুহূর্তে স্বামী-স্ত্রী রয়েছেন অস্ট্রেলিয়ায়।
নিউ ইয়ার ইভে বিরুষ্কা সিডনির রাস্তায় হাঁটলেন। সেখানে দাঁড়িয়ে ছবি তুলে পোস্ট করলেন টুইটারে। বিরাটের পরনে ছিল সেমিফর্ম্যাল ড্রেস। অনুষ্কা বেছে নেন ঝলমলে পার্টি ওয়্যার। বিরাট টুইটারে লিখলেন, “অস্ট্রেলিয়া থেকে দেশের ও পৃথিবীর সকলকে নতুন বছরের শুভেচ্ছা। দারুণ একটা বছর কাটুক। ভগবান সঙ্গে থাকুক।” গত ১১ ডিসেম্বর ছিল বিরুষ্কার বিয়ের প্রথম জন্মদিন। বিরাটকে বিশেষ দিনে সঙ্গ দিতেই অনুষ্কা চলে এসেছেন অস্ট্রেলিয়ায়।
আরও পড়ুন: বিশেষ মানুষের সঙ্গে সিডনির পথে বিরাট
Happy New Year to everyone back home and all over the world, all the way from Australia. Have a wonderful year ahead God bless everyone. ????????❤❤❤ pic.twitter.com/ETr48NWbS5
— Virat Kohli (@imVkohli) December 31, 2018
Hope you all wake up to the new year filled with hope , peace and compassion ... May we all strive to be kinder to one another and illuminate the light and beauty that resides within ???? ... A very happy new year from us to you ???? pic.twitter.com/H4TDuZM3Db
— Anushka Sharma (@AnushkaSharma) January 1, 2019
অস্ট্রেলিয়ার মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজে ইতিমধ্যেই ২-১ এগিয়ে গিয়ে বিরাটের টিম ইন্ডিয়া। গত রবিবার ঐতিহাসিক বক্সিং-ডে টেস্ট জিতেছে ভারত। আপাতত ছোট্ট একটা ব্রেক। তারপর আগামী বছরের ৩ জানুয়ারি থেকে শুরু সিডনি টেস্ট। এই টেস্টে ভারত ড্র করতে পারলেও সিরিজ চলে আসবে কোহলিদের দখলে।