Virat Kohli: কড়া চোখে ধমকের চেষ্টা কোহলির, পালটা জবাব খলিলেরও! দেখুন ভিডিও

Virat Kohli vs Khaleel Ahmed: বিরাট কোহলির বিরুদ্ধে একটি লেগ বিফোর উইকেটের আবেদন করেছিলেন খলিল আহমেদ। খলিলকে দেখতে মনে হচ্ছিল, তিনি যেন বিরাটের উইকেটটা শিকার করেই ফেলেছেন।

Virat Kohli vs Khaleel Ahmed: বিরাট কোহলির বিরুদ্ধে একটি লেগ বিফোর উইকেটের আবেদন করেছিলেন খলিল আহমেদ। খলিলকে দেখতে মনে হচ্ছিল, তিনি যেন বিরাটের উইকেটটা শিকার করেই ফেলেছেন।

author-image
Koushik Biswas
New Update
Virat Kohli and Khaleel Ahmed

বিরাট কোহলি এবং খলিল আহমেদ

চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) ম্য়াচে যে উত্তেজনা কতটা বেশি থাকে, সেটা নতুন করে বলে দেওয়ার দরকার নেই। দুই শিবিরেই থাকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মানসিকতা। এই মহাকাব্যিক লড়াইয়ে সবার নজর অবশ্য বিরাট কোহলি (Virat Kohli) এবং মহেন্দ্র সিং ধোনির উপরেই থাকে। শুক্রবারও তেমনই একটি লড়াইয়ের সাক্ষী হচ্ছে গোটা ক্রিকেট বিশ্ব। ২০ ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৭ উইকেট হারিয়ে ১৯৬ রান করেছে।

Advertisment

তবে এই ম্য়াচ চলাকালীন এমন একটি ঘটনার সাক্ষী থাকল গোটা ক্রিকেটবিশ্ব, যা হয়ত তারা কল্পনাও করতে পারেননি। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল বেঙ্গালুরু (RCB)। দলের হয়ে ওপেন করতে নামেন ফিল সল্ট এবং বিরাট কোহলি। এই ঘটনাটি বিরাট কোহলি এবং চেন্নাই সুপার কিংসের পেস বোলার খলিল আহমেদের মধ্যে হয়েছে। খলিলের আগুন গতি শুরু থেকেই বিরাটকে বেশ সমস্যায় ফেলছিল। এই পরিস্থিতিতে তাঁদের মধ্যে চোখে চোখ রেখে লড়াই দেখতে পাওয়া গেল। 

কোহলি এবং খলিলের কড়া দৃষ্টি বিনিময়

Advertisment

২০২৫ আইপিএল (IPL) টুর্নামেন্টের এই ম্য়াচে বিরাট কোহলির বিরুদ্ধে একটি লেগ বিফোর উইকেটের আবেদন করেছিলেন খলিল আহমেদ। খলিলকে দেখতে মনে হচ্ছিল, তিনি যেন বিরাটের উইকেটটা শিকার করেই ফেলেছেন। তবে আম্পায়ার অবশ্য আউটের সিদ্ধান্ত দেননি। এরপর চেন্নাই (CSK) শিবির রিভিউয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু, সেখানেও তারা কোহলির মহামূল্যবান উইকেট শিকার করতে ব্যর্থ হয়।

এই সিদ্ধান্তের পর খলিল স্বাভাবিকভাবে হতাশ হয়ে পড়েন। কিন্তু, লড়াকু মানসিকতা ছাড়েননি তিনি। পরের ডেলিভারিতে কোহলিকে আবারও একটি তীক্ষ্ণ বাউন্সারে পরাস্ত করেন খলিল। বিরাট বলটা পুল করতে গেলেও ব্যাটে ঠেকাতে পারেননি। এরপর কোহলি এবং খলিল দুজনেই একে অপরের দিকে তাকিয়ে থাকেন। এই দৃষ্টি বিনিময় যে একেবারে বন্ধুত্বপূর্ণ ছিল না, তা বলাই বাহুল্য। এই ঘটনাটি গোটা ম্যাচে একটা আলাদাই উত্তেজনা ছড়িয়ে দিয়েছিল।

দেখে নিন ভিডিও: 

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বিরাট কোহলি ৩১ রান করে আউট হয়ে যান। সেইসময় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৩ ওভারে তিন উইকেট হারিয়ে ১১৭ রান করেছিল। এরপর রজত পতিদারের ঝোড়ো হাফসেঞ্চুরির দৌলতে আরবিসি ২০০-র কাছাকাছি পৌঁছতে পারে। ম্যাচের শুরুটা ফিল সল্ট বেশ ভাল করলেও, ধোনি তাঁকে একটি অবিশ্বাস্য স্টাম্প আউট করেন। চিপক স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচে নূর আহমেদ তিন উইকেট শিকার করেছেন। তবে শেষবেলায় আরসিবি ইনিংসকে এক ধাক্কায় ফিফথ গিয়ারে তুলে নিয়ে গেলেন টিম ডেভিড। ২০২৫ আইপিএল টুর্নামেন্টে চেন্নাই কি ঘরের মাঠে পরপর দুটো ম্যাচে জয়লাভ করতে পারবে? সেটা আপাতত সময়ই বলবে।

RCB Virat Kohli Chennai Super Kings CSK IPL Royal Challengers Bengaluru