Virat Kohli Steve Smith exchange: সিডনি ক্রিকেট মাঠে শুক্রবার বিরাট কোহলি শূন্য রানে আউট হতে যাচ্ছিলেন। স্টিভ স্মিথ তাঁর ক্যাচ ধরার দাবি করেন। কিন্তু, টিভি রিপ্লেতে দেখা যায় যে স্মিথের হাতে থাকা বল মাটির ঘাস ছুয়েছে। তারপরই থার্ড আম্পায়ার জানিয়ে দেন যে কোহলি আউট হননি।
স্মিথ অবশ্য কিছুতেই আম্পায়ারের সিদ্ধান্তটা মন থেকে মেনে নিতে পারছিলেন না। এরপর কোহলির সঙ্গে তাঁকে কথা বলতেও দেখা গিয়েছে। দুই প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের সেই বার্তালাপ ছিল দেখার মত। ভারতীয় দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার বদলে সিডনি টেস্টে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব করছেন জসপ্রীত বুমরা।
এই বুমরার নেতৃত্বেই ভারত পার্থ টেস্টে জিতেছিল। এদিন বুমরা টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। কিন্তু, ওপেনার যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল বেশিক্ষণ টিকতে পারেননি। এরপর শুভমান গিলের সঙ্গে মিলে ভারতকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন কোহলি। সেই সময়ই অজি পেসার স্কট বোল্যান্ডের বল কোহলির ব্যাটের কোণায় লাগে।
আর, সেটা চলে যায় স্টিভ স্মিথের কাছে। স্মিথ ডানদিকে ঝাঁপিয়ে বলটি ধরার চেষ্টা করেন। ওপরের দিকে ছুড়ে দেন। আর, সেই বল ক্যাচ হিসেবে ধরেন মারনাস লাবুশেন। অজিরা যখন উইকেট পাওয়ার আনন্দে বিভোর, সেই সময়ই ৩য় আম্পায়ার জানিয়ে দেন যে কোহলি নট আউট। কারণ, স্মিথের হাতে থাকা বল মাটিতে ঠেকেছিল।
এই নাটকের এখানেই শেষ হয়নি। ওভার শেষের পর কোহলি আর স্মিথকে কথা বলতেও দেখা যায়। মধ্যাহ্নভোজের বিরতির সময় স্মিথ তাঁর ক্যাচ বাতিল হওয়া নিয়ে মুখ খোলেন। তিনি জানান, তাঁর হাত ছিল বলের নীচে। সেই কারণে এটা একটা ক্যাচ। একই কথা জানান অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংও।
তিনি ধারাভাষ্য দিতে গিয়ে বলেন, 'আমি গোটা ঘটনায় উদ্বিগ্ন। কারণ, বল যদি স্মিথের হাত থেকে বেরিয়েই যেত, তবে ও বলটা ওপরের দিকে ছুড়তে পারত না। আমার মনে হয়েছে, স্মিথের আঙুলগুলো বলের নীচে ছিল। দেখুন, ওঁর পয়েন্টার ফিগার ঠিক কোথায় আছে! ওটা বলের নীচেই ছিল।'