Advertisment

ইচ্ছা করে ক্যাচ মিস করেছেন কোহলি! অজি তারকার চাঞ্চল্যকর 'অভিযোগ'

নটরাজন, চাহাল ৩টে করে উইকেট নিয়ে ধসিয়ে দেন অজি ব্যাটিং লাইনআপে। ১১ রানে জয় পায় ভারত। এই নিয়ে টি২০-তে টানা নবম ম্যাচ জিতল টিম ইন্ডিয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ইচ্ছা করে ক্যাচ মিস করেছেন কোহলি। এমনি 'অভিযোগ' জানালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন স্পিনার ব্র্যাড হগ। ভারতের ১৬২ রান তাড়া করতে নেমে ফিঞ্চ-ডারসি জুটি দারুণ শুরু করে। প্রথম ৬ ওভারেই স্কোরবোর্ডে দুই ওপেনার ৫৩ রান তুলে ফেলে।

Advertisment

দীপক চাহারের ওভারের তৃতীয় বল ডারসি শর্ট মিসটাইম করে বসেন। বল হওয়ায় উঠে যায়। আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সেরা ফিল্ডার হিসাবে পরিচিত বিরাট কোহলি সেই ক্যাচ অবশ্য তালুবন্দি করতে পারেননি। তবে এই ক্যাচ মিস ভারতের কাছে শাপে বর হয়ে ধরা দেয়। কারণ এর পরেই আশ্চর্যজনকভাবে ডারসি শর্ট ১৬ রান করতে নিয়ে নেন ২৩ বল। যা পরের ব্যাটসম্যানদের উপর চাপ বাড়িয়ে দেয়।

আরো পড়ুন: ‘হিন্দুরা বেইমান’, হিন্দুদের জন্য বিষ ওগড়ালেন যুবির বাবা, ভিডিও দেখুন

আর এই ক্যাচ মিসকেই মজা করে ব্র্যাড হগ বলে দিয়েছেন, "স্ট্রাটেজিক্যালি ড্রপড ক্যাচ। এরপর শর্ট ১৬ রান করল ২৩ বলে।" টসে হেরে ভারত প্রথমে ব্যাট করতে নেমে ১৬১/৭ তুলেছিল। কেএল রাহুল হাফসেঞ্চুরি করে যান। স্লগ ওভারে রবীন্দ্র জাদেজা গুরুত্বপূর্ণ ৪৪ রান কর যান। অন্যদিকে অজিদের হয়ে সেরা বোলার মোজেস হেনরিকস। ২২ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করেন তিনি।

জবাবে ব্যাট করতে নেমে কোনো অজি ব্যাটসম্যানই সুবিধা করতে পারেনি। নটরাজন, চাহাল ৩টে করে উইকেট নিয়ে ধসিয়ে দেন অজি ব্যাটিং লাইনআপে। ১১ রানে জয় পায় ভারত। এই নিয়ে টি২০-তে টানা নবম ম্যাচ জিতল টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে ভারত ৩-০, ৫-০ সিরিজ জিতেছিল। এদিকে, রাজধানী শহর ক্যানবেরায় এর আগে অস্ট্রেলীয় দল কোনো আন্তর্জাতিক ম্যাচে হারেনি। তবে তৃতীয় ওডিআইয়ের পর প্রথম টি২০ টানা দু ম্যাচ হেরে বসল অজিরা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cricket Virat Kohli
Advertisment