আগামিকাল কুইন্টন ডি ককের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পুনেতে নামছে বিরাট কোহলির ভারত। চলতি তিন ম্য়াচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্য়াচে। এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশপ খেলছে ভারত-দক্ষিণ আফ্রিকা।
আইসিসি-র এই নয়া ইভেন্টের পয়েন্ট সিস্টেম নিয়ে নতুন প্রস্তাব দিলেন কোহলি। বিশ্বের এক নম্বর টেস্ট দলের ক্য়াপ্টেন বলছেন, অ্যাওয়ে টেস্ট জিতলে একের বদলে দু'পয়েন্ট দেওয়া হোক। বুধবার প্রাক ম্য়াচ সাংবাদিক বৈঠকে এমনটা বললেন কিং কোহলি।
--> -->
ভারত ১৬০ পয়েন্ট নিয়ে পয়েন্ট বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশপের পয়েন্ট টেবিলে একে রয়েছে। কোহলি মনে করছেন লাল বলের ক্রিকেটে মনোন্নয়নের জন্য় এই ইভেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।
--> -->
কোহলি বললেন, "আমাকে যদি পয়েন্ট টেবিল নিয়ে কথা বলতে বলেন তাহলে বলব, আমি অ্যাওয়ে টেস্ট জেতার ক্ষেত্রে দু'পয়েন্ট দেওয়ার প্রস্তাব দেব। অবশ্য়ই চাইব পরের সংস্করণে এই বিষয়টা হোক।" এই মুহূর্তে পয়েন্ট ভাগাভাগির যে নিয়ম রয়েছে সেখানে সিরিজ জিতলে একটি দল ১২০ পয়েন্ট পায়। সেটা দুই, তিন বা পাঁচ ম্য়াচের সিরিজই হোক না কেন! বিরাট বলছেন যে, দলগুলো এখন এই পয়েন্টের জন্য়ই ড্র ভুলে জয়ের কথা ভাবছে। তিনি বললেন, "দেখুন খেলার গুরুত্ব এখন অনেকটা। আগের মতো তিন ম্য়াচের সিরিজে সকলে ড্রয়ের কথা ভাবত। দলগুলো জয়ের জন্য় ঝাঁপাচ্ছে। অতিরিক্ত পয়েন্ট পাচ্ছে। ফলে এটা টেস্ট ক্রিকেটের জন্য় দুর্দান্ত।
Read full story in English