Advertisment

অধিনায়কোচিত! সোনার টুইটে বর্ষসেরা বিরাট-সুনীল

একেবারে অন্য ময়দানে ঝড় তুললেন বিরাট কোহলি ও সুনীল ছেত্রী। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে রাজ করলেন তাঁরা। বছরের সেরা দু’টি টুইট এসেছে দুই ভারত অধিনায়কের থেকে। বুধবার এমনটাই জানিয়েছে টুইটার ইন্ডিয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অধিনায়কোচিত! সোনার টুইটে বর্ষসেরা বিরাট-সুনীল (ছবি টুইটার)

একেবারে অন্য ময়দানে ঝড় তুললেন বিরাট কোহলি ও সুনীল ছেত্রী। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে রাজ করলেন তাঁরা। বছরের সেরা দু’টি টুইট এসেছে দুই ভারত অধিনায়কের থেকে। বুধবার এমনটাই জানিয়েছে টুইটার ইন্ডিয়া। গোল্ডেন টুইটে ছাপ রাখলেন দেশের দুই বিশ্বস্ত যোদ্ধা। 

Advertisment

গত ২৭ অক্টোবর কড়বা চৌথের রাতে অনুষ্কা শর্মার সঙ্গে বিরাট একটি ছবি টুইট করেছিলেন। জীবনসঙ্গিনীকে “মাই লাইফ, মাই ইউনিভার্স’’ বলেই আখ্যা দিয়েছিলেন বাইশ গজের কিং। বিরাটের সেই টুইটটি ২ লক্ষ ১৫ হাজার মানুষ লাইক করেছেন। এখনও সংখ্যাটা বাড়ছে। বিরুষ্কার ছাদের মাঝখানে এথনিক পোশাকে তোলা ওই ছবিটিও অত্যন্ত পছন্দ করেছেন নেটিজেনরা। এই টুইট হয়ে গিয়েছে ২০১৮-র ‘মোস্ট লাইকড টুইট’।

আরও পড়ুন: বার্সেলোনার থেকে শিখলাম কিভাবে ফুটবল খেলতে হয়: সুনীল ছেত্রী

চলতি বছর দোসরা জুন টুইটারে একটি ভিডিও পোস্ট করেছিলেন সুনীল ছেত্রী। ভারতের খেলা দেখতে মাঠে আসার জন্য় আবেদন জানিয়েছিলেন তিনি। সুনীলের ওই ভিডিও-টি দেখার পরে মুম্বই ফুটবল এরিনা ভেঙে পড়েছিল। ঘটনাচক্রে ভারত আন্তঃমহাদেশীয় কাপও জিতে যায়। টুইটার ইন্ডিয়া জানিয়েছে যে ৬০,০০০ বার টুইটটি রিটুইট হয়েছে। আর এটিই চলতি বছরের ‘মোস্ট রিটুইটেড টুইট’।

এ বছর প্রাদেশিক বিনোদনও প্রচুর মানুষের আগ্রহের কেন্দ্রে ছিল। দক্ষিণ ভারতের ছবিগুলোর হ্যাশট্যাগ নিয়েও কথা হয়েছে অনেক যেমন #Sarkar, #Viswasam, #BharatAneNenu, #AravindhaSametha, #Rangasthalam, #Kaala and TV show #BiggBossTelugu2। সেরা দশটি হ্যাশট্যাগে রয়েছে এগুলো। খেলার দুনিয়ায় বাজিমাত করেছে আইপিএল। দু’বছরের নির্বাসন কাটিয়ে এই টুর্নামেন্টে ফিরেই চ্যাম্পিয়ন হয়েছে ধোনির চেন্নাই সুপার কিংস। জনপ্রিয় হয়েছে #WhistlePodu, রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে প্রথম সারিতে রয়েছে #MeToo, #JusticeForAsifa, #KarnatakaElection ও #Aadhaar। সম্প্রতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের বিয়ে নিয়েও প্রচুর মানুষের মনে কৌতুহল ছিল। রীতিমতো হিট হয়েছে #DeepVeer। #AsianGames-এ ভারতীয় অ্যাথলিটদের পারফরম্যান্স নিয়েও কথা হয়েছে টুইটারে। মানুষের আগ্রহের তালিকায় ছিলন বজরং পুনিয়া (@BajrangPunia), হিমা দাস (@HimaDas8)  ও পিভি সিন্ধু (@Pvsindhu)

Sunil Chhetri twitter Virat Kohli
Advertisment