/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/09/78307693_copy_759x422.jpg)
পাঞ্জাবের কাছে হারের জন্য নিজেকেই দায়ী করলেন বিরাট কোহলি। কেএল রাহুলের ক্যাচ দুবার ফেললেন কোহলি। যেটাই বৃহস্পতিবার আইপিএলে ফ্যাক্টর হয়ে দাঁড়াল। রয়্যালসদের হারতে হল ৯৭ রানে। কেএল রাহুলও আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ইনিংস খেলে গেলেন। অপরাজিত থাকলেন ১৩২ রানে।
এরপরেই কোহলি ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলে গেলেন, "আমাদের সেরা দিন মোটেই ছিল না এদিন। আমাকেই সামনে দাঁড়িয়ে এর জন্য দায়িত্ব নিতে হবে। কেএল যখন সেট হয়ে গিয়েছিল, সেই সময় বেশ কিছু সুযোগ নষ্ট করলাম, এর জন্যই শেষের দিকে আমাদের অতিরিক্ত ৩৫-৪০ রান খরচ করতে হল। যদি আমরা ওদের ১৮০ রানের মধ্যে বেঁধে রাখতে পারতাম, তাহলে প্রথম বল থেকেই আমরা চাপে পড়তাম না।"
আরো পড়ুন IPL 2020: ৩ ওভারে সাড়ে ১৫ কোটির বোলারের খরচ ৩৯ রান! লজ্জার রেকর্ড কামিন্সের
শুরুতে ব্যাটিং করে কিংস ইলেভেন পাঞ্জাব স্কোরবোর্ডে ২০৬ তোলে। জবাবে ১৭ ওভারে ১০৯ রানে অলআউট হয়ে যায় আরসিবি। কোহলি তাই বলছেন, "ঠিক কোন জায়গায় ভুল হল, তা আমরা জানি। আমিই সব দায় নিচ্ছি মাথা পেতে। এমন কিছু দিন আসে যেদিন এমন ঘটনা ঘটে। সেগুলো মেনে নিতে হবে। আমরা একটা ভালো দিন এবং একটা খারাপ দিন-দুইই দেখলাম। এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়।"
ধোনির পথে হেঁটেই কোহলি নিজেকে ব্যাটিং অর্ডারে নামিয়ে এনে তিনি খেলিয়েছিলেন তরুণ জস ফিলিপকে। কোহলি সেই বিষয়ের ব্যাখ্যা দিতে গিয়ে জানান, "পশ্চিম অস্ট্রেলিয়া এবং বিবিএলে ও তিন নম্বরে ব্যাটিং করেই ভালো করেছে। ওর দক্ষতা পুরোপুরি কাজে লাগানোই আমাদের উদ্দেশ্য ছিল। তাছাড়া এতে আমাদের মিডল অর্ডারেও গভীরতা বাড়বে।"
এর আগে অজি এই উইকেটকিপার ব্যাটসম্যান প্রথম ম্যাচে মিডল অর্ডারেই ব্যাটিং করেছিলেন। ২৮ তারিখে আরসিবির পরের ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন