Team India T20 World Cup victory parade: বিরাট কোহলির জন্য ছোলে বাটুরে। রোহিত শর্মার জন্য বড়াপাও। এয়ার ইন্ডিয়ার চার্টাড বিমানে দিল্লিতে অবতরণের পরে টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা এভাবেই ব্রেকফাস্ট সারলেন আইটিসি মৌর্য হোটেলে। টি-২০ বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেট দল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর সাহায্যে আয়োজিত এক বিশেষ চার্টার্ড ফ্লাইটে বার্বাডোস থেকে বৃহস্পতিবারই দেশে ফিরেছে।
বৃহস্পতিবার সকাল ৬টায় খেলোয়াড়রা দিল্লিতে অবতরণ করেন। সেখান থেকে তাঁরা সরাসরি চাণক্যপুরীর আইটিসি মৌর্য হোটেলে চলে যান। রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া এবং ইয়াশসি জয়সওয়ালের মত কয়েকজন খেলোয়াড় হোটেলে পা দেওয়ার পর বেকফ্রাস্টে তাঁদের পছন্দসই খাবার দেওয়া হয়।
মেন-ইন-ব্লুর সদস্যদের বরণ করে নিতে হোটেল কর্তৃপক্ষ ভারতীয় জার্সির রঙে মেশানো একটি বিশেষ কেক বানিয়েছিলেন। দিল্লিতে অবতরণের আগে ১৬ ঘণ্টার জন্য ফ্লাইটে থাকা ভারতীয় দলের খেলোয়াড়দের জন্য বিভিন্ন ধরনের ট্রফি, চকলেট-কোটেড বাদাম এবং বিভিন্ন ধরণের সুস্বাদু খাবারও হোটেলে রাখা ছিল।
আইটিসি মৌর্যের কার্যনির্বাহী শেফ সংবাদ সংস্থা এএনআইকে বলেন, 'কেকটি ভারতীয় দলের জার্সির রঙে তৈরি করা হয়েছিল। এর বিশেষত্ব হল এটা দেখতে ছিল ট্রফির মত। একেবারে আসল ট্রফির মত। এই কেক চকোলেট দিয়ে তৈরি। আমরা এভাবেই বিশ্বজয়ী দলকে আমাদের তরফে স্বাগত জানালাম। বিশেষ মেন্যু দিয়ে ওঁরা বেকফ্রাস্ট সেরেছেন। বাজরার তৈরি খাবারও দেওয়া হয়েছিল।'
আর, ভারতীয় দলের জন্য একটি ত্রিস্তরীয় কেক বানানো হয়েছিল। ওই কেক ভারত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি ও ভারতীয় দলের হেডকোচ রাহুল দ্রাবিড় কেটেছেন। তারপরই টিম ইন্ডিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে গিয়েছিল। ভারতীয় খেলোয়াড়দের দেওয়া স্ন্যাকসের মধ্যে ছিল পেস্তা নান খাতাই, দারুচিনি চিনির পামিয়ার, চারোলি এবং পেপারিকা চিজ টুইস্ট। এছাড়াও ছিল শুকনো টমেটো এবং অ্যারান্থ পিনহুইল। খেলোয়াড়দের রোল করা চকোলেট ট্রাফল রোল দেওযা হয়েছিল। এছাড়াও চকোলেট দিয়ে তৈরি বল, ব্যাট, উইকেট এবং পিচও খেলোয়াড়দের খেতে দেওয়া হয়েছিল।
আরও পড়ুন- দুয়ো শুনেছিলেন মাত্র ২ মাস আগেই! এবার ওয়াংখেড়েতেই হার্দিকের নামে জয়ধ্বনি, দেখুন ভিডিও
হোটেলের বুফেতে সকালের নাস্তায় ছিল মরশুমি ফল- যেমন আম, জামুন এবং চেরি। সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ভারত অধিনায়ক রোহিতকে মুম্বই-স্টাইলের বড়াপাও দেওয়া হয়েছিল। বিরাট কোহলির জন্য ছিল অমৃতসরি-স্টাইলের ছোলে বাটুরে।