Advertisment

বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ... নেতৃত্ব ছেড়ে ধোনিতে আবেগী কোহলি, নুইলেন কৃতজ্ঞতায়

নিজের নেতৃত্ব ছাড়ার ঘোষণায় কোহলি প্রশংসায় ভাসিয়ে দিলেন পূর্বসূরি মহেন্দ্র সিং ধোনিকে। টুইটে লিখলেন সরাসরি।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

যাঁর হাত থেকে টেস্ট অধিনায়কত্বের ব্যাটন হাতে তুলেছিলেন, তাঁকেই ধন্যবাদে, কৃতজ্ঞতায় মুড়ে দিলেন অধিনায়কদের তালিকায় প্রাক্তন হয়ে যাওয়া বিরাট কোহলি। শনিবার আচমকাই টেস্ট নেতৃত্ব থেকে সরে যাওয়ার পরে কোহলি পূর্বসূরিকে নিয়ে টুইটে লিখে দিয়েছেন, ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁর ওপরে আস্থা রেখেছিলেন ধোনি। সেই জন্য তাঁকে ধন্যবাদ!

Advertisment

সাত বছর টেস্ট দলের নেতৃত্ব দেওয়ায় শনিবার ইতি টেনেছেন কোহলি। ৬৮ টেস্টে নেতৃত্ব দিয়ে ৪০ জয় সমেত কোহলিই টিম ইন্ডিয়ার সফলতম অধিনায়ক।

অধিনায়কত্ব থাকাকালীন অস্ট্রেলিয়ায় দুবার টেস্ট সিরিজে জয় পেয়েছেন। ২০১৪/১৫-য় অস্ট্রেলিয়া সফরে ধোনি আচমকাই নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। অজিদের বিরুদ্ধে টেস্ট দলের নেতা হিসেবে আত্মপ্রকাশ ঘটে কোহলির।

আরও পড়ুন: কোহলি নেতৃত্ব ছাড়ার পরেই BCCI-এর বার্তা, মুখ খুললেন জয় শাহ-ও

এরপরে ২০১৭-য় ধোনির কাছ থেকেই সীমিত ওভারের নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করেন তিনি। ২০২১-এ আইপিএলের ঠিক আগে কোহলি টি২০ দলের নেতৃত্ব ছাড়ার কথা ঘোষণা করেন। পরে ওয়ানডের নেতৃত্ব থেকে যদিও সরিয়ে দেওয়া হয় তাঁকে।

শনিবার নিজের নেতৃত্ব ছাড়ার ঘোষণায় ধোনিকে কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, "মহেন্দ্র সিং ধোনিকে ধন্যবাদ, যে আমার মধ্যে নেতৃত্বের সত্তা আবিষ্কার করেছিল এবং বিশ্বাস করেছিল যে আমি জাতীয় দলকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে উপযুক্ত।"

কোহলির নেতৃত্বে ভারতীয় দল দেশে-বিদেশে অপ্রতিরোধ্য শক্তি হয়ে উঠেছিল। কোহলির টিম ইন্ডিয়া দীর্ঘদিন টেস্টের ক্রমপর্যায়ে একনম্বর স্থান ধরে রেখেছিল। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্ৰথমবারের ফাইনালেও ভারত পৌঁছয়।

আরও পড়ুন: টেস্টেও নেতৃত্ব ছাড়লেন কোহলি! শনিবাসরীয় মেগা সিদ্ধান্তে ঝড় তুললেন সুপারস্টার

ধোনির পাশাপাশি কোহলি রবি শাস্ত্রী সহ বাকি সাপোর্ট স্টাফদেরও ধন্যবাদ জানিয়েছেন। ভারতীয় ক্রিকেটে ধোনি-শাস্ত্রী যুগ চলে ২০১৭-২০২১ পর্যন্ত। দেশে সেরা সেরা দলের বিরুদ্ধে যেমন জয় পেয়েছে কোহলি-শাস্ত্রীর ভারত, তেমন বিদেশের মাটিতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকেও হারিয়েছে।

কোহলি-শাস্ত্রীর জুটিতে ভারত প্ৰথমবার অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফেরে ২০১৮/১৯-এ। গত বছরে ইংল্যান্ড সফর বাতিল হওয়া পর্যন্ত ভারত সিরিজে ২-১ এ এগিয়ে ছিল।

"রবি ভাই সহ সমস্ত সাপোর্ট স্টাফ যাঁরা এই গাড়ির আসল ইঞ্জিন ছিলেন তাঁরা জীবনের এই দৃষ্টিভঙ্গি দলে নিয়ে এসেছিলেন। দলকে ক্রমাগত উপরে নিয়ে গিয়েছেন ওঁরা।" লিখেছেন কোহলি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপ্রত্যাশিতভাবে ভারত ১-২ এ সিরিজ হেরে গিয়েছে বৃহস্পতিবারই। ২৪ ঘন্টা পরেই সেই হারের আবহে বড় ঘোষণা করলেন কোহলি। এর আগে আইপিএলের নেতৃত্ব থেকেও সরে দাঁড়িয়েছিলেন কোহলি।

কোহলি টুইটে লিখেছেন, "সাত বছরের কঠোর পরিশ্রম, অক্লান্ত প্রচেষ্টা- সমস্ত কিছুর কোনও না কোনও শেষ থাকে। টেস্ট অধিনায়ক হিসেবে এটাই আমার শেষ অংশ।"

"গোটা যাত্রাপথে অজস্র উত্থান-পতনের সাক্ষী থেকেছি। তবে কখনই প্রচেষ্টা অথবা বিশ্বাসের খামতি থাকেনি। যা কিছুই করেছি, সবসময় নিজের ১২০ শতাংশ দেওয়ার চেষ্টা করেছি। এবং যখন সেটা উপলব্ধি করতে পারি, সেটা করা থেকে বিরত থেকেছি। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হৃদয়ের দিক থেকে পুরোপুরি পরিষ্কার আমি। দলের প্রতি কখনই অসৎ হতে পারব না।"

"দীর্ঘ এই সময় ধরে দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়ার জন্য বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই। দলের প্রতি আমার হার না মানা আমার মনোভাবে যে সতীর্থরা বিশ্বাস করেছেন, তাঁদেরও ধন্যবাদ জানাতে চাই। তোমরাই এই যাত্রাপথ এই সুন্দর এবং স্মরণীয় করে তুলেছ।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Virat Kohli Indian Cricket Team MS DHONI
Advertisment