সমস্ত জল্পনার অবসান। তিন ধরনের ফর্ম্যাটেই বিরাট কোহলিকে নেতা রেখে ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপ বিপর্যয়ের পরে ধরা হয়েছিল, সীমিত ওভারের ক্রিকেটের নেতৃত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে বিরাটকে। তবে সেই সেই জল্পনায় জল ঢেলে বিরাট কোহলিকে অধিনায়ক রেখেই ক্যারিবিয়ান সফরে পাড়ি দিচ্ছে ভারত।
আরও পড়ুন কোচের পদে আবেদন হেভিওয়েট কোচের! কোহলিদের দায়িত্বে ফেভারিট তিনি-ই
তিনটে ওয়ানডে-তে সহ অধিবনায়ক যথারীতি রোহিত শর্মা। ধোনির অনুপস্থিতিতে টেস্ট, ওয়ান ডে এবং টি টোয়েন্টি তিন ধরনের ফর্ম্যাটেই উইকেটরক্ষক হিসেবে থাকছেন ঋষভ পন্থ। তাঁকেই যে ধোনির উত্তরসূরি বাছা হচ্ছে, এদিন তা পরিষ্কার করে দিয়েছেন নির্বাচকরা। ওয়ান ডে-তে নতুন মুখ শ্রেয়স আইয়ার এবং মণীশ পাণ্ডে। বুমরাকে বিশ্রাম দেওয়া হলেও স্কোয়াডে রাখা হয়েছে মহম্মদ শামি ও ভুবনেশ্বর কুমারকে। সীমিত ওভারের ক্রিকেট না খেললেও বুমরাকে রাখা হয়েছে টেস্টের স্কোয়াডে। পেসার হিসেবে টিমে নতুন অন্তর্ভূক্তি খলিল আহমেদ ও নভদীপ সাইনি।
বিশ্বকাপের সময় চোট পেয়েছিলেন শিখর ধাওয়ান। চোট সারিয়ে সীমিত ওভারের ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটল তাঁরও। পাশাপাশি টি টোয়েন্টিতে সুযোগ পেয়েছেন ওয়াশিংটন সুন্দর।
ওয়ান ডে স্কোয়াডঃ বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, কেদার যাদব, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, নভদীপ সাইনি।
টেস্ট স্কোয়াডঃ বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, মায়াঙ্ক আগারওয়াল, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, রোহিত শর্মা, ঋষভ পন্থ, ঋদ্ধিমান সাহা, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, উমেশ যাদব।
টি টোয়েন্টি স্কোয়াডঃ বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেএল রাহুল,শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ, ক্রুনাল পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহার, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদদীপক চাহার এবং নভদীপ সাইনি।
Read the full article in ENGLISH