/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/1-LEAD-13.jpg)
কেরিয়ারের শেষ দিন পর্যন্ত আরসিবিতেই থাকবেন। সমর্থকরা যেভাবে তাদের আনুগত্য ও ভালোবাসা দিয়েছেন। তার প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নিয়ে নিলেন বিরাট কোহলি।
আরসিবি সতীর্থ এবি ডিভিলিয়ার্স এর সঙ্গে ইনস্টাগ্রাম লাইভ চ্যাট সেশনে কোহলি জানালেন, সমর্থকদের ভালোবাসায় তিনি কোনদিনই বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি ছাড়তে পারবেন না। যদিও তিনি এখনো দলকে আইপিএল ট্রফি এনে দিতে পারেননি, তবুও দল ছাড়ার কথা ভাবতেও পারেননি।
"আরসিবির সঙ্গে যাত্রাপথ দুরন্ত হয়ে রয়েছে। আমাদের স্বপ্ন একটাই, একসঙ্গে খেতাব জেতা। কখনই দল ছাড়ার কথা ভাবতেও পারিনা। কখনো দল ভালো না খেললে আবেগপ্রবণ হয়ে উঠি। তবে যতদিন আইপিএল খেলছি ততদিন আরসিবি ছাড়ার প্রশ্নই নেই। সমর্থকদের আনুগত্য প্রশ্নাতীত।" জানালেন কোহলি।
ডিভিলিয়ার্সও কোহলির কথায় সায় দিয়ে জানান, "আমিও আরসিবি ছাড়তে চাই না। তবে সেইজন্য আমাকে রান করে যেতে হবে। কারণ আমি তো আর ক্যাপ্টেন নই।"
দলের ভালো পারফরম্যান্স এর জন্য তরুণ ক্রিকেটারদের এগিয়ে আসার কথা জানিয়েছেন তিনি। বলেছেন, "আমি চাই তরুণ ক্রিকেটাররা ৫০০-৬০০ রান করে যাক। সাধারণ নিয়ম নীতি ভেঙে দিক। কখনো আমার মনে হয় ক্রিকেট নিয়মের প্রতি সবাই একটু বেশি অনুগত। যখনই এই শিকল ভাঙা হবে, তখনই কিছু স্পেশাল করা সম্ভব।"
কেরিয়ারের শুরুর দিকে ডানকান ফ্লেচার, মার্ক বাউচার, গ্যারি কার্স্টেনরা কীভাবে সাহায্য করেছিলেন, তা উল্লেখ করে ক্যাপ্টেন বলেন, "গ্যারি সবসময় আমাকে পজিটিভ থাকার কথা বলতো। ২০০৮ সালে বাউচার আমাকে শর্ট বলের বিরুদ্ধে খেলা উন্নত করতে বলেছিল। তারপর ফ্লেচার আমাকে সাহায্য করেছিলেন। আমাকে গড়ে তোলার পিছনে কত জনের অবদান রয়েছে!"
আইপিএল আপাতত বন্ধ। করোনা মোকাবিলায় অভিনব উদ্যোগ নিয়েছেন কোহলি-ডিভিলিয়ার্স। আরসিবির দুই তারকা জানিয়েছেন, নিজেদের ক্রিকেটীয় সরঞ্জাম বিক্রি করে অর্থ সংগ্রহ করবেন তাঁরা। করোনা ত্রাণের জন্য দুই তারকা যে ব্যাট নিয়ে ২০১৬ সালে শতরান করেছিলেন, সেই ব্যাট নিলামে তোলা হবে। গুজরাট লায়ন্সের বিপক্ষে সেই দুজনেই শতরান করে ১৪৪রানে দলকে জয় এনে দিয়েছিলেন। সেই ম্যাচের ব্যাটের পাশাপাশি গ্লাভস, শার্টও নিলাম করা হবে।