Advertisment

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিং: ব্যাটিং শীর্ষে আবার বিরাট

টেস্ট ব্যাটিংয়ের র‌্যাঙ্কিংয়ে যে দশ ব্যাটসম্যানরা পয়েন্টের হিসেবে শীর্ষে রয়েছেন, সেই তালিকায় ঢুকে পড়তে আর মাত্র এক পয়েন্ট লাগবে বিরাট কোহলির।

author-image
IE Bangla Web Desk
New Update
আইসিসি টেস্ট র‌্যাঙ্কিং: ব্যাটিং শীর্ষে আবার বিরাট

টেস্ট ব্য়াটসম্যানদের তালিকায় শীর্ষে বিরাট কোহলি (ফাইল ফটো)

আইসিসি টেস্ট ব্যাটিংয়ের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রাখলেন বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের পর তাঁর এই সাফল্য। ট্রেন্টব্রিজ টেস্টের দ্বিতীয় ইনিংয়ে সেঞ্চুরি করেছেন বিরাট। এই নিয়ে এটা তাঁর ২৩ নম্বর শতরান। মরণবাঁচন তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে ২০৩ রানে হারিয়েছে টিম ইন্ডিয়া। এ টেস্টে প্লেয়ার অফ দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন তিনি। তাঁর রেটিং পয়েন্ট এখন ৯৩৭। যা তাঁর কেরিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্টও বটে।

Advertisment

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ১৪৯ রান করার পর বিরাট টেস্ট ব্যাটসম্যানদের ক্রমপর্যায়ে শীর্ষস্থানেই ছিলেন। কিন্তু দ্বিতীয় টেস্টের দু ইনিংসে যথাক্রমে ২৩ ও ১৭ রান করার পর, তালিকা থেকে নেমে যান তিনি। প্রথম স্থানে উঠে আসেন অধুনা শাস্তিপ্রাপ্ত ব্যাটসম্যান স্টিভ স্মিথ।

আরও পড়ুন, প্রথমসারির ক্রিকেটারের সঙ্গে বুকির যোগ ছিল, তদন্তের সময় পেলাম না: আইপিএল তদন্তকারী

টেস্ট ব্যাটিংয়ের র‌্যাঙ্কিংয়ে যে দশ ব্যাটসম্যানরা পয়েন্টের হিসেবে শীর্ষে রয়েছেন, সেই তালিকায় ঢুকে পড়তে আর মাত্র এক পয়েন্ট লাগবে বিরাট কোহলির। ওই তালিকায় রয়েছেন, ব্র্যাডম্যান (৯৬১), স্টিভ স্মিথ (৯৪৭), লেন হাটন (৯৪৫), জ্যাক হবস এবং রিকি পন্টিং (দুজনেই ৯৪২), পিটার মে (৯৪১), এবং গ্যারি সোবার্স, ক্লাইড ওয়ালকট, ভিভ রিচার্ডস এবং কুমার সঙ্গাক্কারা (সকলেই ৯৩৮ পয়েন্ট)।

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে এবং দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করে অল রাউন্ডারদের তালিকায় এক লাফে ১৭ নম্বরে উঠে এসেছেন। এই টেস্টে তাঁর প্রাপ্তি ২৭ পয়েন্ট।

তৃতীয় টেস্টে হারের মুখ দেখা ছাড়াও ব্যক্তিগত র‌্যাঙ্কিংয়ের দিক থেকেও ইংল্যান্ডের পক্ষে সময়টা সুবিধের নয়। অধিনায়ক জো রুট টেস্ট ব্যাটিং ক্রমপর্যায়ে পঞ্চম স্থানে নেমে গেছেন। উইকেটরক্ষক জনি বেয়ারস্টো, যিনি এই ম্যাচে আহত হয়েছিলেন, তিনি নেমে গেছেন এগারে নম্বরে।

Virat Kohli Test cricket ICC
Advertisment