ICC Ranking: স্মিথকে টপকে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে কোহলি

ইডেনে দিন-রাতের টেস্টে কোহলি ১৩৬ করেছিলেন বাংলাদেশের বিরুদ্ধে। তারপরেই রেটিং পয়েন্ট বাড়িয়ে স্মিথের কাছাকাছি চলে এসেছিলেন। স্মিথ পাকিস্তানের বিরুদ্ধে দু-টেস্টের সিরিজে মোটেই নিজের সেরা ছন্দে খেলতে পারেননি।

ইডেনে দিন-রাতের টেস্টে কোহলি ১৩৬ করেছিলেন বাংলাদেশের বিরুদ্ধে। তারপরেই রেটিং পয়েন্ট বাড়িয়ে স্মিথের কাছাকাছি চলে এসেছিলেন। স্মিথ পাকিস্তানের বিরুদ্ধে দু-টেস্টের সিরিজে মোটেই নিজের সেরা ছন্দে খেলতে পারেননি।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli Steve Smith

স্মিথকে টপকে গেলেন বিরাট কোহলি (টুইটার)

গত সপ্তাহে আইসিসির র‌্যাঙ্কিংয়ে মাত্র ৩ পয়েন্টে পিছিয়ে ছিলেন বিরাট। তবে নতুন সপ্তাহে শীর্ষস্থানে থাকা স্টিভ স্মিথের সঙ্গে ব্যবধান কমিয়ে একনম্বরে কোহলি! যেজন্য বুধবারে টুইটারে ট্রেন্ডিং কিং কোহলি। সদ্য প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে দেখা যাচ্ছে স্মিথকে স্থানচ্যুত করে শীর্ষ স্থানে পৌঁছে যাওয়া কোহলির অর্জিত পয়েন্ট ৯২৮। সেখানে দ্বিতীয় স্থানে থাকার স্মিথের সংগ্রহে ৯২৩। ব্যবধান পাঁচ পয়েন্টের।

Advertisment

ইডেনে দিন-রাতের টেস্টে কোহলি ১৩৬ করেছিলেন বাংলাদেশের বিরুদ্ধে। তারপরেই রেটিং পয়েন্ট বাড়িয়ে স্মিথের কাছাকাছি চলে এসেছিলেন। অন্যদিকে, স্টিভ স্মিথ পাকিস্তানের বিরুদ্ধে দু-টেস্টের সিরিজে মোটেই নিজের সেরা ছন্দে খেলতে পারেননি। দু-টেস্টের দু-ইনিংসেই অর্ধশতরানের দরজা পেরোতে ব্যর্থ হয়েছেন। সেই কারণে ৯৩১ থেকে রেটিং পয়েন্ট কমে স্মিথের বর্তমান সংগ্রহে ৯২৩। ৮ পয়েন্ট হারিয়েছেন তিনি। আর এতেই শীর্ষস্থানের সিংহাসনে বসেছেন কোহলি।

Advertisment

আরও পড়ুন ICC Ranking: সেরা দশে মায়াঙ্ক, কোহলি শীর্ষে ওঠার পথে

স্মিথ র‌্যাঙ্কিংয়ে নামলেও ডেভিড ওয়ার্নার কেরিয়ারের সেরা ৩৩৪ রানের সুবাদে ১২ ধাপ উঠে প্রথম পাঁচের মধ্যে চলে এসেছেন। ওয়ার্নারের সঙ্গে পয়েন্ট তালিকায় এগিয়েছেন জো রুটও। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিশতরান রান করার সৌজন্যে চার ধাপ উপরে এসে প্রথম দশে চলে এসেছেন। অন্যান্য ভারতীয়দের মধ্যে চেতেশ্বর পূজারা চার নম্বর স্থান ধরে রাখলেও অজিঙ্কা রাহানে ষষ্ঠ স্থানে নেমে গিয়েছেন।

আরও পড়ুন ICC Ranking: কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিং শামি, মায়াঙ্কের

বোলারদের মধ্যে মহম্মদ শামি একধাপ উঠে প্রথম দশে পৌঁছে গিয়েছেন। খেলার মধ্যে না থাকলেও জসপ্রীত বুমরা ও রবিচন্দ্রন অশ্বিন পঞ্চম ও নবম স্থান ধরে রেখেছেন। বোলারদের মধ্যে শীর্ষে অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্স। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা দ্বিতীয় স্থানে রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার নীল ওয়াগনারকে একধাপ নামিয়ে নিজে তৃতীয় স্থানে উঠে এসেছেন। অলরাউন্ডারদের তালিকায় অবশ্য তিনিই শীর্ষ স্থান ধরে রেখেছেন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে রবীন্দ্র জাদেজা ও বেন স্টোকস।

Read the full article in ENGLISH

Virat Kohli Steve Smith ICC Ranking