বিরাট কোহলি ট্রেলারে বোঝা গেল, এটা কোনও ছবি নয়

গুলি, বন্দুক, গাড়ির চেজিং দৃশ্য, সুপারভিলেন, জম্বি, কী নেই ট্রেলারে। কিছু বছর আগে হলিউডের অ্যাকশন ছবিরও ট্রেলার এরকমই হত।

গুলি, বন্দুক, গাড়ির চেজিং দৃশ্য, সুপারভিলেন, জম্বি, কী নেই ট্রেলারে। কিছু বছর আগে হলিউডের অ্যাকশন ছবিরও ট্রেলার এরকমই হত।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কিং কোহলির নিজের ব্র্যান্ড প্রমোশন স্টান্টও এটা

এবার কি বড় পর্দায় বিরাট কোহলি? এমনটাই জোর জল্পনা ছিল বেশ কিছুদিন। আর তার ইন্ধন জুগিয়েছেন কোহলি নিজেই। কিং কোহলির নিজের ব্র্যান্ড প্রমোশন স্টান্ট এটা। কিন্তু অনেকেই মনে করছেন যে, কোহলি রুপোলী পর্দাতেও অভিষেক করতে পারেন। আর তাই যদি হয় তাহলে কোহলির সঙ্গে টক্কর লাগতে পারে তাঁর ঘরনী অনুষ্কা শর্মার। কারণ ট্রেলার: দ্য মুভি রিলিজ করতে চলেছে আগামী শুক্রবার। আর ওদিনই অনুষ্কা আর বরুণ ধাওয়ানের ছবি ‘সুই ধাগা’ও মুক্তি পাবে। বারবার এই ছলির ট্রেলার ও পোস্টার শেয়ার করেেছেন বিরাট। তার ব্র্যান্ড ক্লোদিং লাইন-আপ রংয়ের বিজ্ঞাপন এটা।

Advertisment

সম্প্রতি মুক্তি পেল দ্য ট্রেলারের ঝলক। আর তা নিজেই শেয়ার করেছেন বিরাট কোহলি...

Advertisment

তবে ট্রেলারের প্লটের সঙ্গে সঙ্গে ভয়েস ওভারও বেশ জোরদার। শুরুই হয় একটা বিস্ফোরনের মধ্যে দিয়ে এগিয়ে আসছেন বিরাট কোহলি। গুলি, বন্দুক, গাড়ির চেজিং দৃশ্য, সুপারভিলেন, জম্বি, কী নেই ট্রেলারে। কিছু বছর আগে হলিউডের অ্যাকশন ছবিরও ট্রেলার এরকমই হত। শুধুমাত্র দর্শকের নজরে আসার জন্য তৈরি করা হয়েছে এই ট্রেলার। ট্রেলারে বিরাট সবকিছুই করছেন যা একটা বলিউড কিংবা হলিউডের নায়করা করে থাকেন। সুপারহিরো স্টান্ট থেকে জম্বিদের প্রতিহত করা সবটাই রয়েছে বিরাটের নখর্পনে। ভবিষ্যতে চাইলে ভাল হিরো হতে পারেন ভারত অধিনায়ক।

তবে এই প্রথমবার নয়, অতীতে কোহলি একাধিক বিজ্ঞাপনে মুখ দেখিয়েছেন। এমনকি অনুষ্কার সঙ্গে একটি শ্যাম্পুর বিজ্ঞাপন করতে গিয়েই তাঁদের পরিচয় হয়েছিল। বিরুষ্কা একসঙ্গেও টিভিসি করেছেন। সেখানে তাঁদের অভিনয় প্রশংসিতও হয়েছে।

Virat Kohli