/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/kohli-gambhir-bcci.jpg)
Virat Kohli not consulted by BCCI before Gautam Gambhir's appointment: গম্ভীরের সঙ্গে কোহলির সম্পর্ক মোটেও মসৃণ নয় (টুইটার)
Gautam Gambhir appointment not consulted with Virat Kohli: যে কোনও দলের জাতীয় কোচ নিয়োগের ক্ষেত্রে দলের সিনিয়র তারকাদের সঙ্গে আলোচনা করে নেয় সংশ্লিষ্ট বোর্ড। ক্রিকেট, ফুটবল বা যে কোনও দলগত খেলায় সিনিয়রদের মতামত নেওয়া অলিখিত নিয়মের মধ্যেই পড়ে। তবে হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, কোহলিকে অন্ধকারে রেখেই নাকি টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরের নাম চূড়ান্ত করে ফেলেন জয় শাহরা।
বিশ্বকাপের পরেই রাহুল দ্রাবিড়ের কোচিং মেয়াদ শেষ হয়েছে। বিসিসিআই তার আগেই জাতীয় দলের কোচের জন্য আবেদন চেয়ে দরখাস্ত চেয়েছিল আগ্রহীদের কাছে। মাত্র দুজন ইন্টারভিউয়ে হাজির হন। গম্ভীরের সঙ্গেই হেড কোচ হওয়ার জন্য আগ্রহ দেখিয়েছিলেন জাতীয় মহিলা দলের প্রাক্তন কোচ ডব্লিউ ভি রামন। তবে অশোক মালহোত্রা, সুলক্ষ্মনা পন্ডিত এবং যতীন পরাঞ্জপে একসঙ্গে গৌতম গম্ভীরের নাম চূড়ান্ত করে বোর্ডের কাছে পাঠায় শিলমোহরের জন্য। তারপরেই বেছে নেওয়া হয় জোড়া বিশ্বকাপজয়ী ভারতীয়কে।
আরও পড়ুন: কত টাকা বেতন পাবেন গম্ভীর, কোচ চূড়ান্ত হওয়ার পর আসল কাহিনী চমকে দেবে
গম্ভীরের সঙ্গে কোহলির সম্পর্ক খুব একটা মসৃণ নয়। ২০১৬-য় গম্ভীর কোহলির নেতৃত্বে কেরিয়ারের শেষবেলায় কামব্যাক করেছিলেন। তবে মাঠে একাধিকবার ঝামেলায় জড়িয়েছেন দুই তারকা। ২০১৪-য় গম্ভীর কেকেআরের নেতা হিসেবে মাঠেই কোহলির সঙ্গে তুমুল বাগবিতণ্ডায় জড়ান। ২০২২ দেখে সেই ঘটনার পুনরাবৃত্তি। কোহলি আরসিবির জার্সিতে থাকলেও গম্ভীর বছর দেড়েক আগে ছিলেন লখনৌয়ের মেন্টর। এলএসজি মেন্টরের সঙ্গে কোহলির সংঘর্ষে অগ্নিগর্ভ পরিস্থিতির জন্ম হয়। গম্ভীর বারবার এর মধ্যে মিডিয়ায় সুপারস্টার সংস্কৃতির বিরোধিতা করে মুখ খুলেছিলেন। পরোক্ষে নিশানায় ছিলেন কোহলি-ধোনি।
তবে গত বছর অনভিপ্রেত এই সমস্ত ঘটনায় প্রলেপ পড়ে। গম্ভীর মেন্টর হিসাবে যোগ দিয়েছিলেন জোড়া আইপিএল জয়ী কেকেআর ফ্র্যাঞ্চাইজিতে। আর আরসিবি ম্যাচেই পরস্পরকে আলিঙ্গন করতে দেখা যায়। সম্প্রীতির বার্তা দেন দুই দিল্লির মহাতারকা।
দুজনের সম্পর্ক যতই মসৃণ হয়ে আসুক না কেন, বোর্ড গম্ভীরকে নিয়োগের জন্য কোনও ঝুঁকি নিতে রাজি হয়নি। তাই কোহলিকে সম্পূর্ণ অন্ধকারে রেখেই গম্ভীরের নাম চূড়ান্ত করে বিসিসিআই।
আরও পড়ুন: গম্ভীরের পছন্দে সায় নেই বোর্ডের! বিশ্বকাপজয়ী বোলারকে বোলিং কোচ করার পথে জয় শাহরা
হিন্দুস্তান টাইমস-কে বোর্ডের এক সূত্র জানিয়েছেন, "জাতীয় দলে নিজেদের মধ্যে আলোচনা করার অনেক সুযোগ পাবেন গম্ভীর-কোহলি দুজনেই। তবে এই মুহূর্তে গম্ভীরকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি বোর্ড। অনেক প্রতিশ্রুতিমান তারকারা উঠে আসছে। তাঁদের কথা ভেবেই বৃহত্তর স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
জানা গিয়েছে, কোহলির সঙ্গে আলোচনা না করলেও বোর্ডের তরফে টিম ইন্ডিয়ার একাধিক গুরুত্বপূর্ণ তারকাকে বাজিয়ে দেখা হয়। এর মধ্যে রয়েছেন হার্দিক পান্ডিয়াও। আইপিএল এবং তার আগের দুঃসময় কাটিয়ে হার্দিক বিশ্বকাপে স্বমহিমায় ফিরেছেন। তাঁকে রোহিত-শর্মা পরবর্তী পর্যায়ে টি২০-র অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে। হার্দিকের তরফে গম্ভীরের জন্য সবুজ সঙ্কেতই গিয়েছে বোর্ডের কাছে। এমনটাই জানা যাচ্ছে।
জিম্বাবোয়ে সফর শেষেই ভারত শ্রীলঙ্কা পাড়ি দেবে। সেই সফরেই কোচ হিসেবে আত্মপ্রকাশ করবেন গম্ভীর। তবে কোহলি-রোহিত দুজনকেই সেই সিরিজে বিশ্রাম দিতে চলেছে বোর্ড ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসাবে। শ্রীলঙ্কায় টি২০-তে ক্যাপ্টেন করা হতে পারে হার্দিক পান্ডিয়াকে।