Advertisment

নিজের শহরেই মোমের মূর্তি হয়ে যাচ্ছেন কোহলি

কপিল দেব, লিওনেল মেসি, ডেভিড বেকহ্যাম, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও শচীন তেণ্ডুলকরের সঙ্গে একই আসনে বসতে চলেছেন বিরাট কোহলি। দিল্লির মাদাম ত্যুসো মিউজিয়মে বসছে বিরাটের মোমের মূর্তি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কপিল দেব, লিওনেল মেসি, ডেভিড বেকহ্যাম, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও শচীন তেণ্ডুলকরের সঙ্গে একই আসনে বসতে চলেছেন বিরাট কোহলি। দিল্লির মাদাম ত্যুসো মিউজিয়মে বসছে বিরাটের মোমের মূর্তি।

Advertisment

নিজের শহরেই নিজের মোমের মূর্তি বসছে। বেজায় খুশি বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। বিরাট বলেছেন, “মাদাম ত্যুসোর একটা চরিত্র হয়ে উঠতে পারাটা অত্যন্ত সম্মানের। মাদাম ত্যুসোর পুরো টিমকে আমি ধন্যবাদ জানাতে চাই। সিটিং সেশনের সময় ওঁদের ধৈর্য্য ছিল দেখার মতো।’’

বিরাটের মূর্তি বানানোর জন্য মাদাম মাদাম ত্যুসো মিউজিয়মের একদল অভিজ্ঞ শিল্পী লন্ডন থেকে ভারতে উড়ে আসেন।দিল্লির মাদাম মাদাম ত্যুসো মিউজিয়মে ঠাঁই পেয়েছে বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিত সব নামই। গ্ল্যামার থেকে স্পোর্টস, ইতিহাস থেকে রাজনীতির নামজাদা গুণী মানুষদের প্রতিকৃতি রয়েছে সেখানে। মাদাম ত্যুসোর মূল সংগ্রহশালাটি রয়েছে লন্ডনে। দিল্লির মতই ত্যুসো মিউজিয়ম রয়েছে নিউ ইয়র্ক, অরল্যান্ডো, আমস্টারডাম, বার্লিন, ভিয়েনা, ব্যাংকক, বেজিং, হংকং, টোকিও, সিঙ্গাপুর, সিডনি শহরে।

cricket
Advertisment