/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/Virat-Kohli-Anushka-Sharma.jpg)
Virat Kohli-Ind vs Eng Test: সিরিজের শেষ তিন টেস্ট ম্যাচেও বিরাটকে পাওয়া যাবে কি না, তা নিয়ে চলছে তীব্র জল্পনা। (ছবি- টুইটার)
Virat Kohli-Puma Contract: 'ব্যক্তিগত কারণে' আপাতত আন্তর্জাতিক ক্রিকেট দুনিয়া থেকে সাময়িক বিরতি নিয়েছেন ক্রিকেট তারকা বিরাট কোহলি। প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিসিসিআইকে জানিয়েছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুটি টেস্ট ম্যাচে খেলবেন না। সিরিজের শেষ তিন টেস্ট ম্যাচের স্কোয়াড এখনও ঘোষণা হয়নি। এই পরিস্থিতিতে সিরিজের শেষ তিন টেস্ট ম্যাচেও বিরাটকে পাওয়া যাবে কি না, তা নিয়ে চলছে তীব্র জল্পনা। এরই মাঝে একটি প্রতিবেদনে কোহলির মাঠের বাইরের বিরাট আর্থিক কার্যকলাপ প্রকাশ্যে এসেছে।
একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে, বেনামি সূত্রের উদ্ধৃতি দিয়ে দাবি করা হয়েছে, বিরাট কোহলি 'পুমা ইন্ডিয়ার সঙ্গে তাঁর দীর্ঘ অংশীদারিত্ব শেষ করার পথে।' ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ব্র্যান্ডটির সঙ্গে কোহলির সম্পর্ক সাত বছরের। তাই অনেকেই সম্পর্ক শেষের কথা শুনে অবাক হচ্ছেন। প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়েছে, এই ব্র্যান্ডের সঙ্গে বিরাট কোহলির যোগসূত্র ২০১৭ সালে ১১০ কোটি টাকার একটি চুক্তির মাধ্যমে শুরু হয়েছিল। যা ভারতীয় ক্রীড়াক্ষেত্রে সর্বাধিক আলোচিত বিজ্ঞাপনী চুক্তি বলেও দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে।
প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে যে, বিরাট কোহলি খেলায় ব্যবহৃত জুতো তৈরির ব্র্যান্ড Agilitas Sports Pvt Ltd-এর মুখ হয়ে উঠতে পারেন। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে বিষয়টি সম্পর্কে জানতে পুমা এবং অ্যাগিলিটাস স্পোর্টসের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু, কোনও অফিসিয়াল বিবৃতি পাওয়া যায়নি। স্বাধীনভাবে এই খবরের বিশ্বাসযোগ্যতাও যাচাই করা সম্ভব হয়নি।
সর্বভারতীয় একাধিক মিডিয়ায় কোহলির সঙ্গে পুমা-র সম্পর্ক ত্যাগের খবর চাউর হতেই সমস্ত জল্পনা নস্যাৎ করলেন পুমা ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর। কার্তিক বালাগোপালন। প্রেস রিলিজে তিনি বলেছেন, "পুমার সঙ্গে কোহলির সম্পর্ক দীর্ঘস্থায়ী এবং চলমান।"
Puma India Said, Puma Relationship with Virat Kohli is long standing and Continues.
Mera King kuchh waqt ke liye khamosh kya hua fake news ki baadh si aa gyi hai. pic.twitter.com/Mk5ghzr0Bd— Abhishek Kumar (@abhishekumar_18) February 7, 2024
বর্তমানে, তৃতীয় ইংল্যান্ড টেস্টের জন্য দল ঘোষণা করার ক্ষেত্রে নির্বাচকদের সবচেয়ে বড় বাধা হল বিরাট কোহলির প্রাপ্যতা নিয়ে অস্পষ্টতা। প্রাক্তন ভারতীয় অধিনায়ক পারিবারিক উদ্বেগের কারণে প্রথম দুটি ম্যাচ থেকে সরে আসেন। পরে এবি ডি ভিলিয়ার্স দাবি করেছেন, বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন। ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালামকে যখন কোহলির অনুপস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি ভারতীয় তারকার পরিবারে সবকিছু ঠিকঠাক ঠাকুক, এমন আশাই ব্যক্ত করেন।
আরও পড়ুন- ইংরেজ তারকার কুনজরে ধোনির স্ত্রী! ১১ বছরের পুরনো রসালো মন্তব্য ঝড় তুলল আবার
তবে এক চ্যাটে, ম্যাককালাম কোহলির সঙ্গে সম্ভাব্য দ্বৈরথ নিয়ে তাঁর উত্তেজনা লুকোতে পারেননি। তৃতীয় টেস্টের আগে ভারতীয় দলে বিরাটের প্রত্যাবর্তন সম্পর্কে ম্যাককালাম বলেছেন, 'বিরাট অন্যতম সেরা খেলোয়াড়। এতে কোনও সন্দেহই নেই যে তিনি থাকলে ভারতীয় স্কোয়াডের উন্নতি ঘটবে। তবে, আমরা ভারতীয় ক্রিকেটের গভীরতা, ভারতের অপরিসীম প্রতিভা সম্পর্কে সচেতন। তাই আমরা শুধু ব্যক্তিবিশেষ নয়। প্রতিপক্ষের সেই খেলোয়াড়দের সম্মান করি, যাঁদের বিরুদ্ধে আমরা খেলি।'