বুধবার সকালেই দুঃসংবাদের খবর জানালেন বিরাট কোহলি। তাঁর পোষ্য ব্রুনো মারা গেল লকডাউন চলাকালীনই। নিজের টুইটার ও ইনস্টাগ্রামে পোষ্য মারা যাওয়ার খবর শেয়ার করে কোহলি জানালেন কিভাবে ব্রুনো তাঁর জীবনে গত ১১ বছর জড়িয়ে ছিল।
পোষ্যর ছবি শেয়ার করে কোহলি নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে আবেগঘন বার্তায় লিখলেন, "আমার ব্রুনো শান্তিতে থাকো। আমাদের জীবনে ছিলে ১১ বছর ধরে। তবে গোটা জীবনের কানেকশন হয়ে রইল। আরও ভালো স্থানের উদ্দেশে তুমি পাড়ি দিলে। ঈশ্বর তোমার মঙ্গল করুক।"
প্রায়ই নিজের পোষ্যের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেন কোহলি। তিনি যে সারমেয়প্রেমী তা বোঝা গিয়েছিল কিছুদিন আগেই। সম্প্রতি বেঙ্গালুরুর চার্লি এনিম্যাল রেসকিউ সেন্টারের ১১টি কুকুরের ভরণপোষণের দায়িত্ব নিয়েছেন তিনি।
Rest in peace my Bruno. Graced our lives with love for 11 years but made a connection of a lifetime. Gone to a better place today. God bless his soul with peace ????❤️ pic.twitter.com/R1XSF3ES5o
— Virat Kohli (@imVkohli) May 6, 2020
কোহলির পোষ্যের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন স্ত্রী অনুষ্কাও। যিনি নিজেও সারমেয়প্রেমী। অনুষ্কার ব্যক্তিগত পোষ্যের নাম ডুড। তিনিও বুধবার কোহলি, ব্রুনো এবং নিজের পুরোনো ছবি শেয়ার করে 'রেস্ট ইন পিস' লিখলেন।
ব্রুনোর মৃত্যুর দিনেই অনুষ্কার কিছুদিন আগের একটি ইনস্টাগ্রাম পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে। সেই পোস্টে ব্রুনোর সঙ্গে ছবি পোস্ট করে অনুষ্কা লিখেছিলেন, "প্রতিটা কালো মেঘের একটা রুপোলি রেখা থাকে....আমার কাছে এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল পর্যাপ্ত খাবার, জল এবং মাথার উপর ছাদ আছে কিনা। বাকি সবকিছুই বোনাস...প্রত্যেকেই সুখে শান্তিতে থাকুন।"
করোনার তান্ডবে গোটা বিশ্বে লকডাউন চলছে। ভারতেও ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট আপাতত বন্ধ। আইপিএল আয়োজনও বিশ বাঁও জলে। এমন পরিস্থিতিতে গৃহবন্দি থাকা অবস্থায় ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমর্থকদের সঙ্গে যোগাযোগ চালু রেখেছেন। কোহলি-অনুষ্কার মত।