India vs South Africa Preview, ICC World Cup 2019: আর কয়েক ঘণ্টা পরেই দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। হ্যাম্পশায়ারের রোজ বোল ক্রিকেট গ্রাউন্ডে বিরাট কোহলি বনাম ফাফ দু প্লেসিস। গতকালই প্রোটিয়াদের মন ভেঙে গিয়েছে একটা খবরে। চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকেল গিয়েছেন দলের অভিজ্ঞ পেসার ডেইল স্টেইন। কাঁধের চোটে কাবু বিশ্ববন্দিত এই তারকা পেসার। স্টেইনের পক্ষে আর এই টুর্নানেন্টে খেলা সম্ভব নয়। স্টেইনের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন বাঁ-হাতি তরুণ পেসার বেয়ুরান হেনরিক্স।
ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের হয়ে খেলেন স্টেইন। স্টেইন-কোহলির দীর্ঘদিনের বন্ধুতা। কোহলি নিজেও জানেন যে, স্টেইনকে না-পাওয়াটা তাঁদের দলের জন্য কত বড় অ্যাডভান্টেজ। তবুও বাইশ গজের প্রতিদ্বন্দ্বিতার থেকেও এগিয়ে ক্রিকেটের স্পিরিট। স্পোর্টসম্যানশিপের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কোহলি।
আরও পড়ুন: বিরাট ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা, বিশ্বকাপে চলবে না ‘স্টেইনগান’
বন্ধু স্টেইনের জন্য তিনি বিষণ্ণ। প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে সাংবাদিক সম্মেলনে কোহলি বললেন, "স্টেইনের জন্য খুব খারাপ লাগছে। ওকে দেখে খুব খুশি মনে হচ্ছিল। দারুণ বল করছিল। হঠাৎ করেই সব বদলে গেল। আমরা বুঝেছিলাম ওর পক্ষে আর টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়। খারাপটা এই কারণে বেশি লাগছে যে, ওর সঙ্গে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব। ভীষণ চাঙ্গা থাকে সবসময়। দক্ষিণ আফ্রিকার হয়ে আবার খেলতে পারার জন্য় ও খুব খুশি হয়েছিল। কী ভাল খেলছিল স্টেইন। এখনও ওর মধ্যে সেই খিদে আর প্যাশন রয়েছে। চোট আঘাতই বাধ সাধল। ওর হতাশা আমি বুঝতে পারছি। আমি ওর দ্রুত আরোগ্য কামনা করছি। দারুণ একটা মানসিক স্থিতিতে ছিল। আমি বুঝতে পারছি ও কত'টা ভেঙে পড়েছে।"