Virat Kohli in Ranji Trophy: ১২ বছর পর রঞ্জি ট্রফিতে প্রত্যাবর্তন করতে চলেছেন বিরাট কোহলি। তাঁকে ঘিরে আপাতত সাজো সাজো রব দিল্লিতে। মঙ্গলবার ২৮ জানুয়ারি থেকেই রেলওয়েজের বিপক্ষে কোহলি নামবেন দিল্লির জার্সিতে।
অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে সেই ম্যাচের জন্য ইতিমধ্যেই ফ্রি টিকিট দেওয়া হচ্ছে দর্শকদের। তবে কোহলির রঞ্জিতে প্রত্যাবর্তনের ম্যাচ লাইভ স্ট্রিম তো বটেই টিভিতেও সম্প্রচার হবে না। এমনটাই জানা গিয়েছে। ঘাড়ে চোটের কারণে গত সপ্তাহে কোহলি সৌরাষ্ট্রের বিপক্ষে নামতে পারেননি। তবে রেলওয়েজের বিপক্ষে আয়ুশ বাদোনির নেতৃত্বাধীন দিল্লি দলে তাঁর নাম ঘোষিত হয়েছে।
২০১২-য় গাজিয়াবাদে উত্তরপ্রদেশের বিরুদ্ধে শেষবার রঞ্জিতে দেখা গিয়েছিল মহারথীকে। তবে দর্শকদের কাছে খারাপ খবর, কোহলির এই ম্যাচ দেখতে পারবেন না দেশের সমর্থকরা। লাইভ স্ট্রিমিং এবং সম্প্রচারের সুবিধা না থাকায়।
ডিডিসিএ-র এক কর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, "কোহলি খেলায় বোর্ডের তরফ থেকে শেষ মুহূর্তে কোনও বন্দোবস্ত করা হবে কিনা, আমরা নিশ্চিত নই। সাধারণত বড় বড় ভেন্যুতে একটাই ম্যাচ লাইভের জন্য নির্দিষ্ট থাকে। আমাদের ইতিমধ্যেই তামিলনাড়ুর বিরুদ্ধে ম্যাচের লাইভ সম্প্রচার হয়েছিল। লাইভ ম্যাচের রোস্টার এক মাস আগে থেকে ঠিক থাকে।"
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের চূড়ান্ত রাউন্ডের জন্য তিনটি সম্প্রচার স্লট নির্বাচন করেছে - কর্ণাটক বনাম হরিয়ানা, বাংলা বনাম পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীর বনাম বরোদা। যদিও গত সপ্তাহে মুম্বাইয়ের জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচে রোহিত শর্মার ঘরোয়া ক্রিকেটে ফিরে আসা টেলিভিশনে সম্প্রচারিত হয়েছিল, তবে এই সিদ্ধান্তটি বেশ কিছুদিন আগেই বিসিসিআই নিয়েছিল অগ্রিম।
পিটিআই-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে খেলায় ভারতীয় অধিনায়কের অংশগ্রহণ সম্পূর্ণই কাকতলীয়। এমনকি যদি বিসিসিআই পরবর্তী 48 ঘন্টার মধ্যে লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেয়, তবে এটি একটি সম্প্রচারকারী চ্যানেলের পক্ষে তা রীতিমত চ্যালেঞ্জিং হতে চলেছে।