বিরাট কোহলির উপর্যুপরি শতরানে ভর করে টি টোয়েন্টির পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও দখল করল টিম ইন্ডিয়া। দ্বিতীয় বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতের রান তাড়া করতে নেমে ধসে গিয়েছিল ক্যারিবিয়ানদের ইনিংস। সিরিজের নির্ণায়ক ম্যাচে অন্য চিত্র। ৩৫ ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ২৫৫ রান। যথেষ্ট চ্যালেঞ্জিং এই টার্গেট তাড়া করতে নেমে ভারত ১৫ বল বাকি থাকতেই এই রান তুলে দেয় স্কোরবোর্ডে। আড়াইশো-র বেশি রান তাড়া করতে নেমে কোহলি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১১৪ রানে (৯৯ বল)। ব্যাট হাতে ফের একবার নজর কাড়লেন শ্রেয়স আইয়ার।
ত্রিনিদাদের পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। গোটা টুর্নামেন্টের মতো বুধবারেও বৃষ্টিতে খেলা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছিল। খেলার শুরুতেই বাধ সাধে বৃষ্টি। এমন অবস্থায় ৩৫ ওভারে কমিয়ে আনা হয়েছিল ম্যাচ। শুরুতে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ানরা নির্ধারিত ৩৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪০-এর বেশি তুলতে পারেনি। ক্রিস গেইল একাই ৭২ করে যান। অন্য ওপেনার এভিন লুইস ৪২ করেন। ওপেনিং পার্টনারশিপে ১১৫ উঠে যাওয়ার পরে ভাবা হয়েছিল ভারত ম্যাচ থেকে অনেকটাই হারিয়ে গিয়েছে।
And that's a wrap of the ODI series. #TeamIndia seal the series 2-0 ???????????????? #WIvIND pic.twitter.com/aIuHKsaaNx
— BCCI (@BCCI) August 14, 2019
আরও পড়ুন
যুবিকে টপকে এলিট ক্লাবে আসার হাতছানি রোহিতের
চোট লাগেনি, সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন কোহলি
তবে ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডার তারপরে সেভাবে জ্বলে উঠতে পারেনি। কোনও ব্যাটসম্য়ানই তারপরে অর্ধশতরানের গণ্ডি পেরোতে পারেননি। ভারতীয় বোলারদের মধ্যে খলিল আহমেদ ও মহম্মদ শামি যথাক্রমে ৩ ও ২ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ডার্ক ওয়ার্থ লুইস নিয়মে ভারতের সামনে পরিবর্তিত টার্গেট দাঁড়ায় ৩৫ ওভারেই ২৫৫। সেই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় স্কোর ১০০ পেরোনোর আগেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন রোহিত শর্মা (১০) ও শিখর ধাওয়ান (৩৬) এবং তিন নম্বরে নামা ঋষভ পন্থ (০)। এমন অবস্থায় চতুর্থ উইকেটে দলের হাল ধরেন অধিনায়ক কোহলি ও শ্রেয়স আইয়ার। দু-জনের পার্টনারশিপে ১২০ রান স্কোরবোর্ডে যুক্ত হয়। ৪১ বলে ৬৫ রান করে শ্রেয়স আইয়ার আউট হয়ে যাওয়ার পরে কেদার যাদবকে (১২ বলে ১৯) সঙ্গে নিয়ে দলকে জয়ে পৌঁছে দেন কোহলি। এদিনই ওয়ান ডে-তে নিজের ৪৩তম শতরান পূর্ণ করলেন কোহলি।
সিরিজের ফয়সালা হয়ে যাওয়ার পরে আপাতত টানা একসপ্তাহের বিশ্রাম। ২২ তারিখ থেকে প্রথম টেস্ট শুরু হচ্ছে অ্যান্টিগাতে। প্রথম টেস্টের পরে তিনদিনের বিরতি। তারপর ৩০ তারিখ থেকে ফের দ্বিতীয় টেস্ট শুরু জামাইকাতে। এরপর দেশে ফিরে আসার পর পরপর হোম সিরিজ খেলবে বিরাটের ভারত।
Read the full article in ENGLISH