/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/02/Wriddhi-sehwag.jpg)
সাংবাদিকের দুর্ব্যবহারে ভরা হোয়াটসএপ চ্যাট শেয়ার করেছিলেন ঋদ্ধিমান সাহা। তারপরেই বাংলার তারকা উইকেটকিপারের পাশে দাঁড়ালেন স্বয়ং বীরেন্দ্র শেওয়াগ। ভারতীয় ক্রিকেটের অন্যতম সিনিয়র তারকা হওয়া সত্ত্বেও যেভাবে ঋদ্ধিমানকে কার্যত হুমকি দিয়ে বসেছিলেন সংস্লিষ্ট সাংবাদিক, তা নিয়েই টুইটারে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।
ঋদ্ধিমানের সেই টুইটারে পোস্ট দেখে ক্ষোভে ফেটে পড়লেন বীরেন্দ্র শেওয়াগও। তিনি বাংলার তারকা ক্রিকেটারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে লিখে দেন, "খুব দুঃখজনক ঘটনা। এমন ভাষা প্রকাশ দেখে বলতেই হচ্ছে, ও মোটেই সম্মানীয় তো নয়ই, সাংবাদিকও নয়। স্রেফ চামচাগিরি। ঋদ্ধি, তোমার সঙ্গেই রয়েছি।"
আরও পড়ুন: কথা দিয়েও রাখেনি দাদি, সৌরভের বিরুদ্ধে বিস্ফোরক বাদ পড়া ঋদ্ধিমান
Extremely sad. Such sense of entitlement, neither is he respected nor a journalist, just chamchagiri.
With you Wriddhi. https://t.co/A4z47oFtlD— Virender Sehwag (@virendersehwag) February 20, 2022
আরও পড়ুন: সাংবাদিকের গলায় হুমকির সুর! সাহসী চ্যাট ফাঁস করে তুলকালাম ঋদ্ধিমানের, দেখুন
সেই চ্যাটের থ্রেড শেয়ার করে ঋদ্ধিমান সাহা টুইটারে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “ভারতীয় ক্রিকেটে এত অবদান সত্ত্বেও, তথাকথিত একজন ‘শ্রদ্ধেয়’ সাংবাদিকের তরফে এমনটা ফেস করতে হল। সাংবাদিকতা এই পর্যায়ে পৌঁছে গিয়েছে।”
After all of my contributions to Indian cricket..this is what I face from a so called “Respected” journalist! This is where the journalism has gone. pic.twitter.com/woVyq1sOZX
— Wriddhiman Saha (@Wriddhipops) February 19, 2022
এমন ঘটনা প্রকাশ করার পরে ঋদ্ধিমান শুধু শেওয়াগের নন, ক্রিকেট মহলের অকুন্ঠ সমর্থন পেয়েছেন। সংশ্লিষ্ট সাংবাদিককে তুলোধোনা করেছেন নেটিজেনরা।
আরও পড়ুন: অবসরের ইঙ্গিত দেন দ্রাবিড়ও! সৌরভের পরে কোচকেও তুলোধোনা বাদ পড়া ঋদ্ধিমানের
যাইহোক, শনিবার জাতীয় নির্বাচকরা শ্রীলঙ্কা সফরের জন্য যে দল ঘোষণা করেছেন সেখান থেকে টেস্ট সিরিজে বাদ পড়েছেন ঋদ্ধিমান সাহা, ইশান্ত শর্মা, চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানে। নির্বাচকদের তরফে চার সিনিয়রকেই রঞ্জিতে খেলার নির্দেশ দেওয়া হয়েছে। ঈশান্ত শর্মা দিল্লির হয়ে প্ৰথম ম্যাচে খেলেননি। যদিও রাহানে মুম্বইয়ের হয়ে এবং পূজারা সৌরাষ্ট্রের হয়ে রঞ্জিতে নেমে পড়েছেন। তবে ঋদ্ধিমান নিজেকে সরিয়ে নিয়েছেন।
কেন ঋদ্ধিমানকে বাদ পড়তে হল, সেই বিষয়ে বলতে গিয়ে নির্বাচক কমিটির চেয়ারম্যান চেতন শর্মা বলে দিয়েছেন, “বয়স এমন কোনও বিষয় নয় যাতে আমরা খুব বেশি বিশ্বাস করি। কেন ঋদ্ধিমানকে বাইরে রাখা হল, সেই বিষয় খোলসা করতে পারছি না। তবে বেশিদিন আর খেলা সম্ভব নয় এমন পরিস্থিতিতে তরুণ ক্রিকেটারদের কথা ভাবতে হয়। তাছাড়া ঋদ্ধিমান কেন রঞ্জিতে খেলছে না, সেটাও জানি না। এটা আমার এক্তিয়ারে পড়ে না। এই বিষয়ে সংশ্লিষ্ট রাজ্য ক্রিকেট সংস্থার দেখা উচিত।”