হতেই পারে না রোহিতের নির্বাচন নিয়ে শাস্ত্রী কিছুই জানেন না। এভাবেই জাতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রীকে বিঁধলেন বীরেন্দ্র শেওয়াগ। রোহিত বনাম জাতীয় দল নির্বাচন নিয়ে উত্তপ্ত ভারতীয় ক্রিকেটর ময়দান। তারমধ্যেই এবার একের পর এক নাটক।
শেওয়াগ ক্রিকবাজ-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়ে দেন, "রোহিত শর্মার চোট নিয়ে শাস্ত্রী কিছু জানেন না, এমনটা সম্ভব নয়। উনি নির্বাচকদের প্যানেলের অংশ না হলেও নির্বাচকরা নিশ্চয় সিদ্ধান্ত নেওয়ার এক-দুদিন আগে ওঁকে জানিয়েছিলেন। ওর ফিডব্যাকও নিয়েছিলেন।"
আরো পড়ুন: রোহিত কেন জাতীয় দল থেকে বাদ, দুর্বল যুক্তি দিলেন শাস্ত্রী
চোট বিতর্কে রোহিতকে কার্যত সমর্থনের ভঙ্গিতে বলেছেন, "যদি রোহিত আবার চোট পায়, সেই কথা ভেবে একজন পরিবর্ত নিতেই পারত নির্বাচকরা। এই বছরটা অদ্ভুত। কিছুই বুঝতে পারছি না। রোহিত হায়দরাবাদ ম্যাচ খেলল। এখন প্লে অফ ম্যাচও খেলবে। ও তো বলছে ও ফিট। তাহলে কেন ওঁকে নেওয়া হল না।"
এর আগে রবি শাস্ত্রী রোহিতের চোট নিয়ে মুখ খুলেছিলেন। শাস্ত্রী টাইমস নাও-কে বলেছিলেন, “দলের মেডিক্যাল টিম পুরো বিষয়টা দেখছেন। আমরা এই বিষয়ে জড়াই না। আমরা নির্বাচকদের কাছে রিপোর্ট পাঠাই। সেই অনুযায়ী দল বেছে নেন ওঁরা। নির্বাচনের বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি নির্বাচক কমিটির অংশও নই। মেডিক্যাল রিপোর্টের যে বিষয়টি আমি জানি তা হল, অস্ট্রেলিয়ায় খেললে ও আবার চোট পেতে পারে।"
গত মাসের ১৮ তারিখে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পান রোহিত। তারপর চার ম্যাচে অধিনায়কত্বের দায়িত্বে ছিলেন কায়রণ পোলার্ড। ধরা হয়েছিল রোহিত যদি আইপিএলে খেলেনও, তাহলে প্লে অফেই একেবারে নামবেন হয়ত। তবে আগেই প্লে অফ নিশ্চিত করে ফেলা মুম্বই ইন্ডিয়ান্সের কাছে কার্যত নিয়মরক্ষার এই ম্যাচে রোহিত কেন নামলেন, তা নিয়েই প্রশ্ন ওঠে গিয়েছে। টস করার সময় রোহিতকে জিজ্ঞাসা করা হয়, তিনি ফিট কিনা! তারকার জবাব, “হ্যাঁ, মনে তো হচ্ছে ফিট।”
বেশ কিছু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ফিজিও নীতিন প্যাটেল তিন সপ্তাহ বিশ্রামের নিদান দিয়েছিলেন। সেই অনুযায়ী, আইপিএলের ফাইনালের আগে মাঠে দেখা পাওয়া যেত না রোহিতকে। তবে একসপ্তাহ আগেই মাঠে নেমেছেন তারকা ক্রিকেটার। মুম্বই ফিজিওর রিপোর্ট পাওয়ার পরই নির্বাচকরা অস্ট্রেলিয়া সফরে রোহিতকে না রাখার সিদ্ধান্ত নেন। বোর্ডের পক্ষ থেকে শুধু বলা হয়েছিল, রোহিতের ফিটনেসের উন্নতিতে নজর রাখবে বোর্ড।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন