চলতি জানুয়ারির ২০ তারিখ থেকে ওমানে বসছে লিজেন্ডস ক্রিকেট লিগের আসর। সেই লিগেই ইন্ডিয়া মহারাজা দলের হয়ে একসঙ্গে খেলতে দেখা যাবে যুবরাজ সিং, হরভজন সিং এবং বীরেন্দ্র শেওয়াগকে। অবসর প্রাপ্ত আন্তর্জাতিক ক্রিকেট নক্ষত্ররা এই লিজেন্ডস ক্রিকেট লিগে অংশ নিচ্ছেন। ওমানের আল এমিরেট স্টেডিয়ামে ধুন্ধুমার লিগ হচ্ছে তিন দলের। ইন্ডিয়া মহারাজা দলের সঙ্গেই এই লিগে নামবে এশিয়া একাদশ এবং অবশিষ্ট বিশ্ব একাদশ।
যুবরাজ, হরভজন, শেওয়াগ ছাড়াও ইন্ডিয়া মহারাজা দলের জার্সিতে খেলতে দেখা যাবে মুনাফ প্যাটেল, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, বদ্রিনাথ, আরপি সিং, প্রজ্ঞান ওঝা, নমন ওঝা, মনপ্রীত গোনি, হেমাঙ্গ বাদানি, বেণুগোপাল রাও, সঞ্জয় বাঙ্গার, নয়ন মোঙ্গীয়া, অমিত ভাণ্ডারিরা।
আরও পড়ুন: আম্পায়ার ইরাসমাসের লাল চোখ রাঙানি রাহুলকে, ক্ষমা চেয়ে মিলল রেহাই, দেখুন ভিডিও
লিজেন্ডস লিগ টুর্নামেন্টের কমিশনার রবি শাস্ত্রী প্রেস রিলিজে বলেছেন, "সত্যিকারের মহারাজাদের মত ওঁরা অশ্বেজ খেলবে এবং জয় করবে। ভারতের ক্রিকেট মহারাজরা বিশ্ব একাদশ এবং এশিয়া একাদশের বিরুদ্ধে একসঙ্গে যুদ্ধে অবতীর্ণ হবেন। শোয়েব, মুরলিধরন, ভ্যাস,আফ্রিদিদের বিরুদ্ধে যখন যুবরাজ, হরভজন, শেওয়াগরা খেলবে তখন তা সমস্ত প্রতিদ্বন্দ্বিতাকে ছাপিয়ে যাবে।"
এশিয়া একাদশের জার্সিতে নামবেন পাকিস্তান এবং শ্রীলঙ্কান সুপারস্টাররা- শোয়েব আখতার, মুথাইয়া মুরলিধরন, চামিন্দা ভ্যাস, সনৎ জয়সূর্য, শাহিদ আফ্রিদি, কামরান আকমল, রমেশ কালুভিত্তরনে, তিলকরত্নে দিলশান, আজাহার মাহমুদ, উপুল থরঙ্গা, মিসবা উল হক, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, মহম্মদ ইউসুফ, উমর গুলরা। এছাড়াও থাকবেন আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক আসগর আফগান। অবশিষ্ট বিশ্ব একাদশের এখনও দল ঘোষণা হয়নি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন