/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/Adam-Gilchrist-Sehwag.jpg)
Sehwag Trolls Adam Gilchrist: শেহবাগ বরাবরই চাঁচাছোলা ভাষায় কথা বলেন। (ছবি- টুইটার)
Indians Are Rich People, We Don't Go To Poor Countries: ভারতীয়রা ধনী। আমরা গরিব দেশে যাই না। অ্যাডাম গিলক্রিস্টকে এই ভাষাতেই কটাক্ষ করলেন কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ। উপস্থিত বুদ্ধি, আর আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য শেহবাগ ক্রিকেট দুনিয়ায় বিশেষ পরিচিত। এক পডকাস্টে শেহবাগের সেই উপস্থিত বুদ্ধির প্রমাণ মিলল। এই পডকাস্টে শেহবাগ কটাক্ষের সুরে কার্যত ধুয়ে দিয়েছেন তাঁর একসময়ের প্রতিপক্ষ অ্যাডাম গিলক্রিস্টকে।
Adam Gilchrist Podcast Show: বিশ্ব ক্রিকেটে প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট অত্যন্ত পরিচিত নাম। তাঁর বিরুদ্ধে শেহবাগের এই কটাক্ষে নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তবে, খোঁচাটা কিন্তু প্রথম গিলক্রিস্টই দিয়েছিলেন। তিনি শেহবাগকে প্রশ্ন করে বসেন, 'বিদেশ থেকে তো প্রচুর খেলোয়াড় ভারতে টি২০ লিগ খেলতে আসছেন। কিন্তু, ভারতীয়রা কবে বিদেশের টি২০ লিগে খেলার জন্য ডাক পাবেন?' তখনই রীতিমতো মজার ছলে শেহবাগ বলেন, 'না! আমাদের সেটার দরকার পড়বে না। আমরা যথেষ্ট ধনী। আমরা অন্য কোনও লিগের জন্য কোনও গরিব দেশে যাই না।'
The one and only Virender Sehwag joins the Club Prairie Fire this week and he is on AMAZING FORM 🔥 sat along side Gilly!
Watch the full show 📺 here: https://t.co/2JYPfZJqEa#ClubPrairieFire@virendersehwag@MichaelVaughan@gilly381@professorjroch@Ollie_Silverton— Club Prairie Fire (@clubprairiefire) April 24, 2024
এটুকু বলেই শেহবাগ ক্ষান্ত হননি। তিনি বলেছেন, বিগ ব্যাশ লিগে ডাক পেয়েছিলেন। কিন্তু, সেখানে যতটা অর্থ দেবে বলেছিল, তাতে পোষায়নি। সেই কারণে তিনি যাননি। শেহবাগের কথায়, 'আমি তখন ভারতীয় দল থেকে বাদ পড়েছি। আইপিএলটা খেলি। সেই সময় আমাকে বিবিএল ডেকেছিল। বলেছিল, বিগ ব্যাশ লিগে খেলতে। আমি বলেছিলাম, ঠিক আছে। কিন্তু, কত দেবে? ওরা বলেছিল ১ লক্ষ মার্কিন ডলার।' ৪৫ বছরের শেহবাগ রীতিমতো মজার ছলে বলেন, 'আমি বলেছিলাম, ওই টাকাটা তো আমার ছুটি কাটাতে ব্যয় হয়। এমনকী, গতরাতেও আমার এর চেয়ে বেশি খরচা হয়েছে।'
এসব বলার পাশাপাশি আসন্ন টি২০ বিশ্বকাপ নিয়েও মুখ খুলেছেন শেওয়াগ। আইপিএল শেষ হওয়ার পর জুনেই শুরু হতে চলেছে টি২০ বিশ্বকাপ। এবার বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায়। সেই প্রসঙ্গে শেওয়াগ রীতিমতো যশস্বী জয়সওয়ালের হয়ে ব্যাট ধরেছেন। শেওয়াগের কথায়, যশস্বীর এবারের টি২০ বিশ্বকাপে সুযোগ পাওয়া উচিত। অনেকেই ইতিমধ্যে যশস্বীকে কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার শচীন তেন্ডুলকরের সঙ্গে তুলনা করছেন। সেই প্রসঙ্গে শেওয়াগ জানান, যশস্বীকে কখনই শচীনের সঙ্গে তুলনা করাটা ঠিক নয়।
আরও পড়ুন- মুস্তাফিজে ‘না’, সাকিবে ‘হ্যাঁ’! বিসিবির দু-মুখো নীতিতে ক্ষোভের আগুন দাউদাউ, জড়িয়ে গেল আইপিএল-ও
এই ব্যাপারে শেওয়াগের বক্তব্য, 'আমাকেও প্রথমে শচীনের সঙ্গে তুলনা করা হত। এটা কেউ যত তাড়াতাড়ি মন থেকে ঝেড়ে ফেলতে পারবেন, ততই ভালো। আমার মন হয় না, আমার সঙ্গে যশস্বীকে যেভাবে তুলনা করা হয়েছে, তা নিয়ে যশস্বী মোটেও চিন্তিত। তুলনা সবসময় আঘাত করে। আমি কিছুতেই শচীনের মত খেলতে পারি না। শেওয়াগকে শেওয়াগই থাকতে দিন। বরং, খেলাটায় মন দেওয়াই আসল কথা।'