Advertisment

আজ বিরুষ্কার বিবাহ বার্ষিকী! জানেন কি অনুষ্কাকে কখন প্রোপোজ করেন বিরাট

বিরাট, অনুষ্কার খুঁটিনাটি খবর রাখলেও অনেকেই জানেন না কবে বিরাট কোহলি অনুষ্কাকে বিয়ের প্রস্তাব দেন। এই গল্পও বেশ চমকপ্রদ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ঠিক আজকের দিনেই গাঁটছড়া বেঁধেছিলেন বিরাট কোহলি, অনুষ্কা শর্মা। ক্রিকেটও বিনোদন জগতের দুই তারকার প্ৰেমকাহিনী সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। শ্যাম্পু কোম্পানির বিজ্ঞাপনে গিয়ে প্রথম আলাপ। তারপর ইতালির তাসকানিতে বিলাসবহুল বিয়ে- বিরুষ্কার কাহিনী যেন পুরোটাই রূপকথা।

Advertisment

বিরাট, অনুষ্কার খুঁটিনাটি খবর রাখলেও অনেকেই জানেন না কবে বিরাট কোহলি অনুষ্কাকে বিয়ের প্রস্তাব দেন। এই গল্পও বেশ চমকপ্রদ। বিরাট কোহলি স্বয়ং ফুটবলের জাতীয় দলের ক্যাপ্টেন সুনীল ছেত্রীর সঙ্গে কথপকথনের সময় এই বিষয় খোলসা করে জানিয়েছিলেন।

আরো পড়ুন: চিনে মুসলিমদের উপর অত্যাচার, হুয়ায়েইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন ফরাসি বিশ্বকাপজয়ীর

অনুষ্কাকে বিয়ের প্রস্তাব দেওয়ার বিষয়ে বিরাট বলে প্রথাগতভাবে মোটেই তিনি বান্ধবীকে প্রোপোজ করেননি। কোহলিট কথায়, "জীবন যখন আপনি পূর্ণভাবে উপভোগ করেন, তখন ভ্যালেন্টাইনস দিনের মত দিন তুচ্ছ হয়ে যায়। প্রতিদিনই তখন ভ্যালেন্টাইনস ডে হয়ে উঠতে পারে। অনুষ্কার বক্তব্য ছিল, প্রথাগতভাবে এমনটা করার কোনো প্রয়োজন নেই। আমরা জানি দুজন বিয়ে করতে চলেছি। এই নিয়ে কোনো সংশয়ই নেই। তাই আমরা যখন মসৃণভাবে চলতে শুরু করি, তখন একসঙ্গে হাঁটার সিদ্ধান্ত নিয়ে ফেলি।"

কোহলি মানুষ হিসাবেও যে পরিণত হয়ে উঠেছেন, তার জন্যও কৃতিত্ব দিয়েছেন স্ত্রী অনুষ্কাকে। "ও যখন আমার জীবনে আসে তখন সমস্ত নেতিবাচক বিষয় সরে গেল। আমি সবসময় বলে থাকি অনুষ্কার সঙ্গে সম্পর্কের আগে আমি ভীষণ আত্মকেন্দ্রিক ছিলাম। আমি যে বিষয় করতে চাই সেই দিকেই কেবলমাত্র পূর্ণ ফোকাস ছিল। নিজের কমফর্ট জোনে থাকাটা আমার কাছে ভীষণই প্রাধান্য পেত।" বলছেন কোহলি।

সেই সঙ্গে সুপারস্টারের আরো সংযোজন, "ভালোবাসার মানুষের সঙ্গে যখন সাক্ষাৎ হয়, তখন নিজের গন্ডি থেকে বেরিয়ে অন্যের প্রতি স্বাভাবিক অনুভূতি জন্মায়। এটা সাহচর্যের বিষয়। একে অন্যকে অনুভবের বিষয়। অনুষ্কা এটাই আমাকে শিখিয়েছে। আমার জীবন পুরোপুরি বদলে যায় ও আসার পরই।"

তিন বছরের বিবাহবার্ষিকী যেমন পালন করছেন সেলিব্রিটি দম্পতি। তখনই দাম্পত্যে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তাঁরা। বাবা হচ্ছেন বিরাট। আর স্ত্রীর পাশে থাকার জন্য প্রথম টেস্ট খেলেই দেশে ফিরবেন তারকা ক্রিকেটার।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Anushka Sharma Virat Kohli
Advertisment