Advertisment

ICC Cricket World Cup 2019: ভারত থেকে লক্ষাধিক ভিসার আবেদন, কোহলিদের পাশেই স্বদেশীয় ফ্য়ানেরা

ভারত থেকে প্রায় ৭৫৪৪ কিলোমিটার দূরে থাকবেন বিরাট কোহলি আর এমএস ধোনিরা। কিন্তু তাঁদেরকে ঘরের মাঠের অনুভূতি দিতেই বদ্ধপরিকর ভারতের একনিষ্ঠ ক্রিকেট ভক্তরা।

author-image
IE Bangla Web Desk
New Update
visa-applications-to-uk-surge-as-indians-plan-to-catch-team-india-live

ভারত থেকে লক্ষাধিক ভিসার আবেদন, কোহলিদের সঙ্গে স্বদেশীয় ফ্য়ানেরা (ছবি-টুইটার)

শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। হাতে আর ১৪ দিন। তারপরেই ব্রিটিশ পাড়ায় বিশ্বকাপ। বাইশ গজের শ্রেষ্ঠ উৎসবে মাতবে ক্রিকেট ফ্যানেরা। ভারত থেকে প্রায় ৭৫৪৪ কিলোমিটার দূরে থাকবেন বিরাট কোহলি আর এমএস ধোনিরা। কিন্তু তাঁদেরকে ঘরের মাঠের অনুভূতি দিতেই বদ্ধপরিকর ভারতের একনিষ্ঠ ক্রিকেট ভক্তরা। ভারতীয় পাসপোর্ট নিয়ে ইংল্যান্ড আর ওয়েলসে ৮০ হাজারের বেশি মানুষ উড়ে যাবেন বলেই খবর। এমনটাই খবর ব্রিটিশ হাই কমিশনের (বিএইচসি)

Advertisment

এই বিষয় বিএইচসি-র এক মুখপাত্র ইন্ডিয়ানএক্সপ্রেসডটকমকে জানিয়েছেন, ইউকে-র জন্য ভিসার চাহিদা অত্যন্ত বেড়ে গিয়েছে। চলতি বছরের শুরু থেকেই যা লক্ষণীয়। তিনি বললেন, "এই মুহূর্তে চাহিদা অতন্ত বেশি। ভারত থেকে প্রায় প্রতিদিনই ৩৫০০ ভিসার আবেদন পাওয়া যাচ্ছে। এটা ভীষণই সাধারণ ব্যাপার হয়ে গিয়েছে। আমাদের ভিসা সার্ভিসের পার্টনার ভিএফএস গ্লোবাল ইতিমধ্যেই ভারত থেকে ২,০০,০০০ ইউকে ভিসার আবেদনের প্রক্রিয়া শুরু করেছে। এই হিসেবটা চলতি বছর জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে।"

আরও পড়ুন: ICC Cricket World Cup 2019: ২২ জন ম্যাচ অফিসিয়ালের মধ্যে বিতর্কিত এই দুই, কিন্তু কেন?



উল্লেখযোগ্য় ভাবে ভিএসএস গ্লোবাল চলতি বছর মার্চ থেকে এপ্রিলের মধ্যে ১ লক্ষ ৩২ হাজার ভিসার আবেদন পেয়েছে। যেটা ২০১৯-এর জানুয়ারি থেকে এপ্রিল মাসে সে দেশে আসতে চাওয়া ভারতীয়দের থেকে ৬৫ শতাংশ বেশি। ভিএফএস গ্লোবালের আঞ্চলিক শাখার মুখ্য অপারেটিং আধিকারিক বিনয় মালহোত্রা জানিয়েছেন যে, তাঁরা শুধু ভিসার জন্যই আলাদা প্যাকেজের ব্যবস্থা করেছেন। চাহিদার ভিত্তিতে ঘরেও তারা ভিসা পৌঁছে দেবেন। পাশাপাশি ম্যাচ টিকিটেরও বন্দোবস্ত করছেন তাঁরা।

India Virat Kohli England
Advertisment