Vishal Kaith: এ কী করলেন বিশাল? শুভাশিস না থাকলে হত চরম দুর্ঘটনা

Vishal Kaith: আপাতত এই ম্য়াচে প্রথমার্ধের লড়াই চলছে। ম্যাচের ১২ মিনিটে এমন একটি কাণ্ড বাধিয়ে বসলেন ভারতীয় গোলকিপার বিশাল কাইথ, যা দেখে সমর্থকদের হৃদস্পন্দন কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল।

Vishal Kaith: আপাতত এই ম্য়াচে প্রথমার্ধের লড়াই চলছে। ম্যাচের ১২ মিনিটে এমন একটি কাণ্ড বাধিয়ে বসলেন ভারতীয় গোলকিপার বিশাল কাইথ, যা দেখে সমর্থকদের হৃদস্পন্দন কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল।

author-image
Koushik Biswas
New Update
Vishal Kaith (2)

বিশালের ভুল সামলালেন শুভাশিস

Vishal Kaith: চলছে হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে ভারতীয় ফুটবল দল, অন্যদিকে বাংলাদেশ। এই ম্য়াচের দিকে দুই দেশের ফুটবল সমর্থকরা তাকিয়ে রয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে ভারত ইতিমধ্যে ১৪ ম্যাচে জয়লাভ করেছে। আশা করা হচ্ছে, মঙ্গলবার (২৫ মার্চ) এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বে এই তালিকায় আরও একটি পালক যোগ করতে পারবে টিম ইন্ডিয়া।

Advertisment

আপাতত এই ম্য়াচে প্রথমার্ধের লড়াই চলছে। ম্যাচের ১২ মিনিটে এমন একটি কাণ্ড বাধিয়ে বসলেন ভারতীয় গোলকিপার বিশাল কাইথ, যা দেখে সমর্থকদের হৃদস্পন্দন কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল। কর্নার কিক থেকে উড়ে আসা বল প্রথমে তালুবন্দি করেছিলেন বিশাল। এরপর বলটা তিনি সামনের দিকে রিলিজ করতে যান। 

কিন্তু, বলটা রিলিজ করতে গিয়েই বাধল বিপত্তি। মাত্র ২ ফুট দুরে বাংলাদেশের এক ফুটবলার দাঁড়িয়ে ছিলেন। বলটা তাঁর কাছে চলে যায়। চোখের নিমেষে তিনি বক্সের মধ্যে ঢুকে আসেন। 

এরপর বিপদ বাড়াতে থাকেন রিদয়। তিনি সজোরে একটি গোলমুখী শট মারেন। অসাধারণ ক্ষিপ্রতায় এগিয়ে আসেন ভারতীয় ডিফেন্ডার শুভাশিস বসু। কার্যত গোল লাইনে দাঁড়িয়েই বলটা বিপদমুক্ত করলেন তিনি। আর সেইসঙ্গে ভারতীয় ফুটবল সমর্থকরাও স্বস্তির নিঃশ্বাস ফেলেন।

Advertisment

ভারতীয় ফুটবল দলের প্রথম একাদশ:

বিশাল কাইথ, রাহুল ভেকে, শুভাশিস বসু, সন্দেশ ঝিংগান, বরিস সিং, উদান্ত সিং, আপুইয়া, লিস্টন কোলাসো, ফারুক চৌধুরি, আয়ুশ ছেত্রী এবং সুনীল ছেত্রী

Sunil Chhetri AFC Bangladesh indian football team