Viswanathan Anand Express Adda: ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ, চেন্নাই থেকে এক্সপ্রেস আড্ডায় দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস গ্রুপের নির্বাহী পরিচালক অনন্ত গোয়েঙ্কা ও সহকারি সম্পাদক অমিত কামাথের সঙ্গে খোলামেলা কথাবার্তা বললেন। আনন্দের সঙ্গে এই 'এক্সপ্রেস আড্ডা'য় ছিলেন তাঁর স্ত্রী অরুণাও। এছাড়াও অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বর্তমানে দেশের শীর্ষস্থানীয় দাবা খেলোয়াড় অর্জুন এরিগাইসিও।
ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ চার দশকেরও বেশি সময় ধরে বিশ্ব দাবায় রাজত্ব করেছেন। পাঁচটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন। আর, ভারতকে দাবার দুনিয়ায় এক মহাশক্তিতে পরিণত করেছেন। ৬৪-বর্গক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভারতের আধিপত্য সম্প্রতি সমাপ্ত দাবা টুর্নামেন্টে স্পষ্ট ধরা পড়েছে। পাঁচজন ভারতীয় খেলোয়াড় ওপেন এবং মহিলাদের বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
দাবায় এগোচ্ছে ভারত
ভারতের ডি গুকেশ নভেম্বর-ডিসেম্বরে সিঙ্গাপুরে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে চীনের বর্তমান চ্যাম্পিয়ন ডিং লিরেনের সঙ্গে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। যা বোঝায়, ভারত বিশ্বদাবায় এখন সঠিক পথেই এগিয়ে চলেছে। আর, সত্যিই তাই। দেশের বর্তমান দাবায় পোস্টারবয় গুকেশ থেকে প্রজ্ঞানান্ধা, অর্জুন এরিগাইসিরা দেশের দাবাক্ষেত্রকে বারবার গর্বিত করছেন।
আর, এতে খুশি বিশ্বনাথন আনন্দ। তাঁর সোজা কথা, 'অবশ্যই ভালো কিছু করার জন্য চেষ্টা করতে হবে। এজন্য বর্তমান প্রজন্মকে বেশি করে পরিশ্রম করতে হবে। কারণ, পরিশ্রমই সাফল্যের একমাত্র কারণ। পরিশ্রমেই সাফল্য পাওয়া সম্ভব। নতুন খেলোয়াড়রা চেষ্টা করছেন। ভালো মানের খেলোয়াড় উঠে আসছে। এটা একটা ভালো দিক।'
দাবার দুনিয়া বাইরে থেকে বিশ্বনাথন আনন্দকে চেনে। কিন্তু, যিনি তাঁকে সবচেয়ে ঘনিষ্ঠভাবে চেনেন, সেই অরুণা আনন্দের চোখে তাঁর স্বামী বিশ্বনাথন আনন্দ ঠিক কেমন? খোলামেলা এই আড্ডায় সেকথা স্পষ্ট করেছেন অরুণা। তিনি বলেছেন, 'খেলোয়াড় হিসেবে যত চালই মনে রাখুক। ব্যক্তি বিশ্বনাথন আনন্দ সংসারের অনেক কিছুই ভুলে যায়। তবে, বিবাহিত জীবনে পারস্পরিক বিশ্বাসটাই আসল। আর, ওঁর ওপর সেটা রাখা যায়। সংসারে অনেক কিছুই ঘটে। আনন্দ মেজাজ যে হারায় না, তা নয়। কিন্তু, ওঁকে বোঝালে বোঝে। ওঁর জীবনের সঙ্গে দাবা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সেটার সঙ্গে আমি মানিয়ে নিয়েছি।'
আরও পড়ুন- খোঁড়াদের খোলাখুলি অসম্মানের অভিযোগ! ভয়ঙ্কর অভিযোগে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য হলেন হরভজন
অনুষ্ঠানের মাঝপথে মঞ্চে ওঠেন ভারতের অন্যতম সেরা দাবা খেলোয়াড় অর্জুন এরিগাইসি। দাবার ক্ষেত্রে সরকারি সাহায্য কতটা দরকার, সেই ব্যাপারে তাকে প্রশ্ন করা হয়েছিল। অর্জুন বলেন, 'সরকারি সাহায্য অবশ্যই অনুপ্রেরণা দেয়। তামিলনাড়ু সরকার দাবাড়ুদের নানা সাহায্য করে। আমি চ্যাম্পিয়নও হয়েছি।'