Advertisment

ভিভ রিচার্ডসকে অ্য়ান্টিগার রাজা বললেন রবি শাস্ত্রী

অ্যান্টিগার স্য়ার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলতে নামবেন বিরাট কোহলিরা। যাঁর নামে এই স্টেডিয়াম সেই কিংবদন্তির সঙ্গেই টুইটারে ছবি শেয়ার করলেন রবি শাস্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
Vivian Richards King Of Antigua, Says Ravi Shastri

ভিভ রিচার্ডসকে অ্য়ান্টিগার রাজা বলেলন রবি শাস্ত্রী (ছবি-টুইটার/রবি শাস্ত্রী)

বিশ্বকাপে ব্য়র্থতার পর রবি শাস্ত্রীর কোচিংয়েই ফের একবার ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজকে টি-২০ ও ওয়ান-ডে সিরিজে পর্যুদস্ত করেছে টিম ইন্ডিয়া। ২০২১ পর্যন্ত শাস্ত্রীর চুক্তি বাড়িয়েছে বিসিসিআই। ভারতের সামনে এখন দু'ম্য়াচের টেস্ট সিরিজ।

Advertisment

 

আগামিকাল অ্যান্টিগার স্য়ার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলতে নামবেন বিরাট কোহলিরা। যাঁর নামে এই স্টেডিয়াম সেই কিংবদন্তি ভিভের সঙ্গেই টুইটারে ছবি শেয়ার করলেন টিম ইন্ডিয়ার হেডস্য়ার। তাঁকে অ্যান্টিগার রাজা বলেই আখ্য়া দিলেন শাস্ত্রী।

৬৭ বছরের রিচার্ডসকে বাইশ গজের অন্য়তম সেরা ক্রিকেটার হিসেবেই গণ্য় করা হয়। আটের দশকে অপ্রতিরোধ্য় উইন্ডিজ দলের স্টার ক্রিকেটার ছিলেন তিনি। ১২১টি টেস্ট ম্য়াচ খেলা ভিভ ৮৫৪০ রান করেছেন। ৪৭-এর গড়ে ওয়ানডে ফর্ম্য়াটে তাঁর ৬৭২১ রান রয়েছে।

আরও পড়ুন: কোনও চমক নেই, শাস্ত্রীকেই কোচের পদে পুনর্বহাল, খুশি কোহলি

অন্য়দিকে শাস্ত্রী ৮০টি টেস্ট ও ১৫০টি ওয়ানডে খেলেছেন দেশের হয়ে। টেস্টে ৩৮৩০ রান ও পঞ্চাশ ওভারে ৩১০৮ রান করেছেন তিনি। ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্য়াটে তাঁর ১৫১টি উইকেটও রয়েছে। ওয়ানডে ফর্ম্য়াটেও তিনি পেয়েছেন ১২৯টি উইকেট।

গত শুক্রবার শাস্ত্রীকে ফের একবার কোচ হিসেবে নিয়োগ করেছে কপিল শাস্ত্রীর কমিটি। এমনটাই প্রত্য়াশিত ছিল যে, শাস্ত্রীই বহাল থাকবেন তাঁর পদে। বাস্তবে সেটাই হয়েছে। কোহলিও জানিয়ে দিয়েছিলেন যে, শাস্ত্রীকেই দলের কোচ হিসাবে পছন্দ।

India West Indies
Advertisment