বিরাট কোহলিকে তিন ফরম্যাটেই নেতৃত্বে রাখা হোক। রোহিতের সঙ্গে নেতৃত্বের দায়িত্ব পালনে ভাগাভাগি করা মোটেও উচিত নয় টিম ইন্ডিয়ার। এমনটাই মনে করছেন ভিভিএস লক্ষ্মণ। বিরাট কোহলির অনুপস্থিতিতে নেতৃত্বের ভূমিকা পালন করেছিলেন রোহিত শর্মা। হিটম্যানের অধিনায়কত্ব প্রশংসাও আদায় করে নিয়েছে। তবে জাতীয় দলে নেতা হিসেবে নিজের জায়গা ধরে রেখেছেন বিরাট কোহলি।
গত বিশ্বকাপে ভারতের বিপর্যয়ের পরে এবং আইপিএলে নেতা হিসেবে রোহিত শর্মা সফলতম হয়ে ওঠায় ভারতীয় ক্রিকেট মহলে বেশ কিছুদিন ধরেই আওয়াজ উঠেছে সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্বে আনা হোক মুম্বইকরকে। বিরাট কোহলি অস্ট্রেলীয় সফরে প্রথম টেস্ট খেলে ফিরে আসার পরে রাহানে জাতীয় দলকে নেতৃত্ব দিয়ে ঐতিহাসিক সিরিজ জয়ও সম্পন্ন করেন। তারপরে রাহানের হাতে টেস্ট দলের নেতৃত্ব সমর্পণ করা উচিত, এমন দাবিও উঠেছে। তবে লক্ষ্মণ মনে করছেন ভারতের স্প্লিট ক্যাপ্টেনশিপ থিওরি সফল হবে না।
আরো পড়ুন: শাস্ত্রীর তোপের মুখে পন্থের ঘাড়ে দোষ চাপালেন অশ্বিন! বিস্ফোরক অভিযোগ স্পিনারের
নিউজ১৮-এ সাক্ষাৎকার দেওয়ার সময় লক্ষ্মণ জানিয়ে দিয়েছেন, "যতক্ষণ একজন নেতৃত্বে চাপ অনুভব করছে এবং নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট থাকছে, তাঁকেই নেতা হিসাবে ধরে রাখা উচিত। যদি সংশ্লিষ্ট ক্রিকেটার তিন ফরম্যাটেই নিয়মিত হন, তাহলে তাঁকেই নেতা করা উচিত।"
কোহলির নেতৃত্বে গত বিশ্বকাপে ভারত সেমিফাইনালে পৌঁছেছিল। চলতি মাসেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠাও নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। তবে ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ায় তিন ফরম্যাটেই আলাদা আলাদা নেতা। সেই প্রসঙ্গেই বলতে গিয়ে লক্ষ্মণ বলে দিয়েছেন, "ইংল্যান্ডে স্প্লিট ক্যাপ্টেনশিপ থিওরি সফল। কারণ জো রুট সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত নন। আবার মর্গ্যান টেস্ট দলের সদস্য নয়। যদি কোনো ক্রিকেটার তিন ফরম্যাটেই জাতীয় দলের সেরা পারফর্মার হন, তাঁকেই নেতা করা উচিত।"
প্রাক্তন তারকা ক্রিকেটার বর্তমানে সানরাইজার্স হায়দরাবাদ দলের মেন্টর। আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের জন্য কোহলির নেতৃত্বকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। লক্ষ্মনের যুক্তি, কোহলির ওয়ার্ক এথিক দেশের একটা গোটা প্রজন্মকে ক্রিকেটের প্রতি পেশাদারি হতে উদ্বুদ্ধ করেছে। সেইসঙ্গে তিনি আরো বলেন, জাতীয় দলে চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, ইশান্ত শর্মা, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিনদের মত সিনিয়রদের পাওয়াটাও কোহলির পক্ষে গিয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন