Advertisment

দেশের হয়ে টেস্ট খেলার জন্য মুখিয়ে আছি: শ্রেয়স

টুইটারে নিজের ফলোয়ারদের সঙ্গে এক প্রশ্নোত্তর সেশনে শ্রেয়স জানিয়ে দিলেন, যত শীঘ্র সম্ভব টেস্ট দলে ঢোকার জন্য মুখিয়ে আছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
shreyas iyer cricket

শ্রেয়স আয়ার, ফাইল ছবি

একদিনের ক্রিকেটে জাতীয় দলের চার নম্বর জায়গাটা পাকাপাকিভাবেই তাঁর জন্য বরাদ্দ হয়ে গেছে। টি-২০ ফরম্যাটেও তিনি নিয়মিত থাকেন কোহলির টিমের প্রথম এগারোয়। কিন্তু তিনি, শ্রেয়স আয়ার, টেস্ট দলে না ঢোকা অবধি সন্তুষ্ট হতে পারছেন না। টুইটারে নিজের ফলোয়ারদের সঙ্গে এক প্রশ্নোত্তর সেশনে শ্রেয়স জানিয়ে দিলেন, যত শীঘ্র সম্ভব টেস্ট দলে ঢোকার জন্য মুখিয়ে আছেন তিনি।

Advertisment

করোনা-সঙ্কটের জেরে দেশের সমস্ত ক্রীড়াবিদদের মতো শ্রেয়স আয়ারও ঘরবন্দি। একঘেয়েমি কাটাতে যিনি আজ টুইটারে ফ্যানদের সঙ্গে খোলামেলা প্রশ্নোত্তরে সময় কাটালেন। এবং স্পষ্ট বললেন, "ভারতের হয়ে টেস্ট খেলা যে কোনও ক্রিকেটারের স্বপ্ন। এই স্বপ্ন আমিও ছোটবেলা থেকে দেখে এসেছি। দেশের হয়ে টেস্ট খেলার জন্য মুখিয়ে আছি আমি।"

আরও পড়ুন: ঘরবন্দি অবস্থায় ম্যাজিকে মাতলেন শ্রেয়স, দেখুন ভিডিও

অন্য আরেক প্রশ্নের উত্তরে আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স ভূয়সী প্রশংসা করেন দিল্লির কোচ রিকি পন্টিংয়ের "রিকি আপনাকে নিজের মতো খেলার এত স্বাধীনতা দেয়, যে অভাবনীয়। রিকির কোচিংয়ে খেলা এক দুর্লভ অভিজ্ঞতা।"

শ্রেয়সকে প্রশ্ন করা হয় ধোনি এবং কোহলির বিষয়েও। এমএসডি-র ব্যাপারে ধোনির বক্তব্য, "ঠান্ডা মাথার, শান্ত, স্থিতধী একজন প্রকৃত নেতা।" কোহলিকে এককথায় বর্ণনা করতে বলায় শ্রেয়সের উত্তর, "অদম্য"। রোহিত শর্মা সম্পর্কেও শ্রেয়স প্রশংসায় পঞ্চমুখ, "রোহিত সবসময় সতীর্থদের পাশে থেকে মোটিভেট করে। এবং সহ-খেলোয়াড়দের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল।"

নিজের রোল মডেল হিসেবে কাদের নাম মাথায় আসে শ্রেয়সের? উত্তরে শ্রেয়স নাম করেছেন শচীন-কোহলি-রোহিত ছাড়াও ইংল্যান্ডের কেভিন পিটারসেন এবং দক্ষিণ আফ্রিকার এবি ডেভিলিয়ার্সের।

স্পোর্টসম্যান হিসাবে ডায়েটের কড়াকড়ির মধ্যে যদি লুকিয়ে কিছু খেতে হয়, কী খেতে চাইবেন? এক ফ্যানের এই প্রশ্নের উত্তরে শ্রেয়স একেবারে অকপট, "কী আবার? বাড়িতে রান্না করা মাটন বিরিয়ানি!"

Test cricket
Advertisment