Advertisment

Gambhir-Akram: কেকেআরের মহাগুরুই হোন টিম ইন্ডিয়া হেড কোচ! বড় মন্তব্য করে জয় শাহকে বার্তা ওয়াসিম আক্রমের

Team India head coach hunt: জাতীয় দলের বর্তমান হেড কোচ, রাহুল দ্রাবিড়ের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই শেষ হতে যাচ্ছে। রাহুল সরে গেলে, সেক্ষেত্রে তাঁর উত্তরসূরি হিসেবে গম্ভীরই ক্রিকেট বোর্ডের একাংশের প্রথম পছন্দ।

author-image
IE Bangla Sports Desk
New Update
Jay Shah, Wasim Akram, জয় শাহ, ওয়াসিম আক্রম,

Jay Shah-Wasim Akram: জয় শাহ (বাম দিকে) ও ওয়াসিম আক্রম (ডান দিকে)। (ছবি- টুইটার)

Wasim Akram and Gautam Gambhir: কেকেআরের মহাগুরুই হোন টিম ইন্ডিয়ার হেড কোচ! বড় মন্তব্য করে জয় শাহকে বার্তা দিলেন ক্রিকেট কিংবদন্তি ওয়াসিম আক্রম। পাকিস্তানের প্রাক্তন বিশ্বসেরা ফাস্ট বোলার স্পষ্ট জানিয়েছেন, 'গৌতম গম্ভীরই ভারতের প্রধান কোচের ভূমিকার জন্য সেরা প্রার্থী।'

Advertisment

লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে কয়েক বছর কাটিয়ে চলতি মরশুমের আগে গম্ভীর তাঁর পুরোনো ফ্র্যাঞ্চাইজিতে ফিরে এসেছেন। তাঁর প্রত্যাবর্তনের পরে কেকেআর লিগ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। ইতিমধ্যে আইপিএলের ফাইনালেও উঠেছে। একসময় কেকেআরের সঙ্গে সম্পর্ক ছিল আক্রমের। কেকেআরের হাঁড়ির খবর তিনি আজও রাখেন।

পাকিস্তানের সেই কিংবদন্তি পেসারই কেকেআর দলের বর্তমান মেন্টর গৌতম গম্ভীরের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। আর, সেই সূত্রেই ভারতীয় পুরুষ দলের প্রধান কোচের পদ গম্ভীরকে মানায় বলেই আক্রম সওয়াল করেছেন। তাঁর একথা বলার কারণ, বর্তমানে গম্ভীরের নাম ভারতীয় দলের প্রধান কোচের পদের জন্য বিবেচিত হচ্ছে। জাতীয় দলের বর্তমান হেড কোচ, রাহুল দ্রাবিড়ের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই শেষ হতে যাচ্ছে। রাহুল সরে গেলে, সেক্ষেত্রে তাঁর উত্তরসূরি হিসেবে গম্ভীরই ক্রিকেট বোর্ডের একাংশের প্রথম পছন্দ।

সেকথা মাথায় রেখে, কেকেআরের একসময়কার বোলিং কোচ আক্রম বলেছেন, 'হ্যাঁ, গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ার ব্যাপারে সেরা প্রার্থী। অবশ্য এটা সম্পূর্ণই নির্ভর করছে গম্ভীর প্রস্তাবটা নেবে কি না, তার ওপর। কারণ, সময় দিতে না পারায় ও ইতিমধ্যে রাজনীতিটাও ছেড়ে দিয়েছে। কোচের চাকরিটা সত্যিই একটা বড় সময়ের ব্যাপার। গম্ভীর অত্যন্ত বুদ্ধিমান ছেলে। ওঁর দুটো মেয়ে আছে। ওঁদেরকে সময় দিতে হয়। গম্ভীর বুঝতে পেরেছিল, অতটা সময় দেওয়া ওঁর পক্ষে সম্ভব নয়। তাই রাজনীতি ছেড়ে দিয়েছে।'

গম্ভীরের নেতৃত্বের প্রশংসা করে আক্রম বলেছেন, আমি যখন কেকেআরে ছিলাম, গম্ভীর তখন অধিনায়ক ছিল। ওঁর অধিনায়কত্বের দক্ষতাটা অসাধারণ। গম্ভীরকে আক্রম 'জিজি' বলে ডাকেন। কিংবদন্তি পাক বোলার বলেন, 'জিজি খুব সোজাসাপটা ছেলে। স্পষ্টভাবে কথা বলে। দু'বার ভাবে না। কিছু পছন্দ না হলে মুখের ওপর বলে দেবে। এটাই ওঁর গুণ। আর, এজন্য সবাই ওঁকে পছন্দও করে। ওঁর মধ্যে একটা আক্রমণাত্মক ভাব আছে। দলের মধ্যেও তা ফুটে ওঠে। তবে ও কোচের চাকরিটা নেবে কি না, সেটা একটা বড় ব্যাপার।'

আরও পড়ুন- আউট হতেই চুরমার হৃদয়, সিঁড়িতেই অঝোর কান্না! নাইটদের বিরুদ্ধে KKR প্রাক্তন বুক ভাঙলেন প্রকাশ্যে, দেখুন

গম্ভীর যদি ভারতীয় দলের কোচের দায়িত্ব নিতে না চায়, সেক্ষেত্রে ভিভিএস লক্ষ্মণ আর আশিস নেহরা ভালো বিকল্প বলেই মনে করছেন আক্রম। তাঁর কথায়, 'ওঁদের দু'জনেরই ভালো অভিজ্ঞতা আছে। নেহরা খেলোয়াড়দের খুব ফেভারিট। ব্যবহারটাও খুব ভালো। লক্ষ্ণণ তো ভারতের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচ।' শাস্ত্রী কোচ থাকাকালীন ইন্ডিয়া টিমের ফল ভালো হয়েছিল। দ্রাবিড় সেটাকেই বাড়িয়েছেন। এখন দ্রাবিড় চলে গেলে আর গম্ভীর দায়িত্ব না নিলে লক্ষ্মণ এবং নেহরার কথাও কোচ হিসেবে বিসিসিআই অনায়াসে ভাবতে পারে বলেই পরামর্শ আক্রমের।

Gautam Gambhir BCCI Indian Cricket Team Indian Team
Advertisment