Pakistan Cricket Board: বিশ্বের অন্যতম নৈসর্গিক স্টেডিয়ামে হিসাবে প্ৰথম সারিতে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে হিমাচল প্রদেশের ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম। হিমালয়ের পাদদেশে এই স্টেডিয়াম সমুদ্রপৃষ্ঠে থেকে ১৪৫৭ মিটার উঁচুতে তৈরি করা হয়েছে। স্রেফ ভারতীয়রা এই সৌন্দর্য উপভোগ করেছেন বিদেশ থেকে আগত সফরকারী প্রত্যেক দলই।
আর এই নিয়েই এবার আক্রম এবার খোলাখুলি নিজের মতামত জানালেন। এ স্পোর্টস-এর 'প্যাভিলিয়ন' নামক শোয়ে আক্রমকে এক সমর্থক জিজ্ঞাসা করেন, ভারতের ধর্মশালা বা নিউজিল্যান্ডের কুইন্সটাউনের মত অপরূপ স্টেডিয়ামে পাকিস্তান কেন দেশের উত্তরে পরিকাঠামোয় কেন বিনিয়োগ করতে পারছে না?
এর জবাবে আক্রম সটান বলে দেন, "আমরা তিনটে স্টেডিয়ামই সামলাতে পারছি না। এরপরে নতুন কীভাবে বানাব আমরা? ড্রোন দিয়ে যে দেখাচ্ছে, সেই গদ্দাফির ছাদ দেখেছ? আমাদের হাতে যে তিনটি স্টেডিয়াম রয়েছে, সেটাই আমরা ঠিক করে মেইনটেইন করতে পারছি না! নতুন স্টেডিয়ামে নির্মাণ আমাদের স্বপ্নেই দেখতে হবে। নতুন স্টেডিয়াম বানানোর জন্য আমাদের পর্যাপ্ত জায়গাও রয়েছে। তবে আবোটাবাদ স্টেডিয়ামই খুব সুন্দর।"
আরও পড়ুন- ক্রিকেটার না হলে ক্যাটারিং করতেন, পুড়ে গিয়েছিল হাত-ও! জন্মদিনে চোখে জল এনে কাঁদলেন সিরাজ
ঘটনা হল, ধর্মশালা স্টেডিয়াম নির্মাণ রাতারাতি হয়নি। এক দশক ধরে তিলে তিলে আন্তর্জাতিক মানের এই স্টেডিয়াম তৈরি হয়েছে। আঞ্চলিক রাজনীতি এবং পর্যাপ্ত অর্থের অভাবে পিছিয়ে গিয়েছিল এই প্রকল্প। স্থানীয় ক্রিকেট সংস্থার অক্লান্ত প্রচেষ্টা এবং নিজের সৃজনশীলতার ওপর আস্থা রাখা এক স্থাপত্যশিল্পীর জন্য গড়ে উঠেছে ভারতের অন্যতম গর্বের এই স্টেডিয়াম।
দু-দশক আগে হিমাচল প্রদেশ ক্রিকেটের সর্বেসর্বা ছিলেন বর্তমান কেন্দ্রীয় ক্রীড়া এবং তথ্য সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর। নতুন স্টেডিয়াম নির্মাণের জন্য গোটা রাজ্য জুড়ে রেইকি করেছিলেন। নতুন স্টেডিয়ামের স্থান সন্ধানেই অনুরাগ পা রাখেন হিমালয়ের এই ধর্মশালায়।
তারপর বাকিটা ইতিহাস। ধীরে ধীরে গড়ে উঠেছে স্বপ্নের স্টেডিয়াম। যাঁর সৌন্দর্য মাতিয়ে দিয়েছে বিশ্বের তাবড় তাবড় ক্রীড়াপ্রেমীদের। ধর্মশালা তাঁর পছন্দের ভ্রমণতালিকায় শীর্ষেই থাকবে, এমনটা জানিয়েছিলেন প্রখ্যাত ইংরেজ ক্রিকেটার মাইকেল আথারটন। ধর্মশালা অর্থ তীর্থযাত্রীদের বিশ্রামের জায়গা। গোটা ক্রিকেট বিশ্বই আপাতত বিশ্রাম নিতে পাড়ি দিতে চাইছে ছোট্ট এই জনপদে। সৌজন্যে অপূর্ব সুন্দর এই স্টেডিয়াম!