PSL 2024: পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্স দুর্বল বোলিংয়ে সমস্যায় পড়েছে বারবার। সেই কারণেই কিংবদন্তি ওয়াসিম আক্রমের রোষের মুখে পড়লেন শাহিন শাহ আফ্রিদি। রবিবারের থ্রিলারে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স শেষ বলের থ্রিলারে হারিয়েছে লাহোর কালান্দার্সকে। শাহিন শাহ আফ্রিদির শেষ বলে ছক্কা হাঁকান মহম্মদ ওয়াসিম। ছয় উইকেটে জিতে কোয়েট্টা প্লে অফে পৌঁছে যায়। আর লাহোরের এই হারের জন্য ডেথ ওভারে আফ্রিদির দুর্বল বোলিংকেই দায়ী করছেন ওয়াসিম আক্রম।
দ্য প্যাভিলিয়নে আফ্রিদিকে নিয়ে আক্রম জানান, "শাহিন একজন অভিজ্ঞ বোলার। পাকিস্তান জাতীয় দলের ক্যাপ্টেন-ও বটে। পাঁচ বছর হয়ে গেল ও আন্তর্জাতিক ক্রিকেটে খেলছে। ও আসলে লেন্থ বল করতে চেয়েছিল। তবে বল ফুল লেন্থে পিচ করল। ব্যাটের কানায় লেগে বাউন্ডারি হলে তাতে বলার কিছু থাকে না। তবে এটা শাহিনের কাছে শিক্ষার হয়ে থাকল। আমার মনে হয় পিএসএলে ও মোটেই নিজের সুনাম অনুযায়ী বোলিং করতে পারছে না।"
"এমনকি নতুন বল হাতে সেভাবে কার্যকরী হচ্ছে না। আমরা সবাই দেখছি, ও ওভার পিচড বল করেই চলেছে। ওঁকে এটা বুঝতে হবে, ব্যাটসম্যান আগাম বুঝতে পেরে যাচ্ছে, শাহিনের ওভারের প্রথম দুই বল ইয়র্কার হবে। ডেথ ওভারে ও হয়ত স্লোয়ার কাটার করবে নাহয় এরাউন্ড দ্য উইকেট থেকে স্ট্যাম্প লক্ষ্য করে বোলিং করবে। ব্যাটসম্যান ওঁকে আগাম পড়ে ফেলছে।"
নেতৃত্ব দিয়ে শাহিন টানা দুবার লাহোরকে ট্রফি জিতিয়েছে। তবে শাহিন ডেথ ওভারে একদম শোচনীয়ভাবে পারফর্ম করে চলেছে। যা দলের সামগ্রিক পারফরম্যান্সে প্রভাব ফেলছে। দশ লিগ ম্যাচে লাহোর মাত্র একটিতে জয় পেয়েছে।
আক্রমের বিশ্লেষণ, "১৬ থেকে ২০ তম ওভারে আক্রমের ইকোনমি রেট ১১। ১৩ ওভারে ১৪৮ রান খরচ করেছেন পাক তারকা। বোলার হিসাবে ওঁকে উন্নতির পথ খুঁজতে হবে। ব্যাক অফ দ্য হ্যান্ড স্লোয়ার বল শেখার এটাই প্রকৃষ্ট সময়। দুই উইকেট ও নিয়েছে। তবে বোলার হিসাবে নিজের ছাপ ফেলতে পারেনি।"