Wasim Akram trolled: পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রম সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। ম্যাচের প্রেক্ষাপট বিশ্লেষণই হোক বা নিজের ছবি পোস্ট করা, ওয়াসিমের ইনস্টাগ্রাম পোস্টগুলো প্রতিনিয়ত সামনে আসে। আক্রমও এনিয়ে অনুরাগীদের মন্তব্যের জবাব দেন। কখনও মজার স্টাইলে, কখনও আবার কড়া কথায়। এরকমই বেশ কিছু পোস্ট ভাইরাল হয়েছে। তার মধ্যে একটি পোস্টে এক নেটিজেন দুষ্টু অশালীন মন্তব্য করে ওয়াসিম আক্রমকে রীতিমতো লজ্জিত করার চেষ্টা করেছেন। সেই মন্তব্য না এড়িয়ে অবলীলায় সামলে নেওয়া আক্রমের জবাব এখন ভাইরাল নেট দুনিয়ায়।
ঘটনার সূত্রপাত, সিডনির সকাল নিয়ে আক্রমের এক পোস্ট ঘিরে। সেই পোস্টে ছবির সঙ্গে মনোমত ক্যাপশনও দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। তাতে মন্তব্য করে এক অনুরাগী লিখেছেন, 'আগে আপনার বগলের চুল কাটুন।' তাতে ক্ষুব্ধ হন এই কোচ তথা ক্রিকেট ধারাভাষ্যকার। নিজস্ব ভঙ্গিমায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে আক্রম লিখেছেন, 'সেখানে পৃথিবী চাঁদে পৌঁছে গিয়েছে, সেখানে আমার দেশের কিছু মূর্খ এখনও বগলের চুলের যত্ন নেওয়া নিয়েই পড়ে রয়েছে। এটা শুধু দেখায় যে, আমরা এখনও ঠিক কোথায় আছি, আমাদের সংস্কৃতি সত্যিই কতটা খারাপ, এটা ভাবা যায় না!'
বর্তমানে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া ম্যাচের ধারাভাষ্য দিতে সিডনিতে আছেন ওয়াসিম আক্রম। মাঠে তাঁর আগুন ঝরানো বোলিংয়ের মতই সমালোচনার ক্ষেত্রেও তিনি রীতিমতো খুল্লমখুল্লা। নিজের দেশ পাকিস্তান, তাই বলে পাক দলের সমালোচনা করার ক্ষেত্রে কোনও রেয়াত করার রাস্তায় হাঁটেন না আক্রম। এর আগে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে পাকিস্তানের খেলা দেখে তিনি হামেশাই পাকিস্তান দল এবং ক্রিকেট প্রশাসকদের সমালোচনা করেছেন।
বিশ্বকাপজয়ী পাকিস্তান ক্রিকেট দলে ওয়াসিম আক্রম ছিলেন একজন সম্পদ। বোলিংয়ের পাশাপাশি তিনি ব্যাটিংও ভালো করতেন। ৩৫৬টি একদিনের ম্যাচ খেলে গড়ে ২৩.৫২ রান দিয়ে আক্রম ৫০২ উইকেট নিয়েছেন। এক ম্যাচে মাত্র ১৫ রান দিয়ে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডও গড়েছিলেন। শুধু তাই নয়, ওয়ানডেতে ছ'বার পাঁচ উইকেট নিয়েছেন এই বিশ্বখ্যাত খেলোয়াড়। টেস্ট ক্রিকেটে তাঁর সংগ্রহে রয়েছে ৪১৪টি উইকেট।
আরও পড়ুন- চরম বেয়াদপি ভক্তের! সপাটে চড় সাকিবের, ভোটের সময়েই বিস্ফোরক বিতর্কে তারকা, দেখুন ভিডিও
খেলোয়াড় জীবন থেকে অবসরের পরও আক্রমের ক্রেজ একচুলও কমেনি। সামাজিক মাধ্যমে তাঁর পোস্টগুলো দেখার জন্য মুখিয়ে থাকেন নেটিজেনদের একাংশ। এই কারণে তাঁর ব্যক্তিগত জীবনও সামাজিক মাধ্যমে চর্চার মধ্যে থাকে। সম্প্রতি আক্রমের স্ত্রীকে নিয়ে কটূ মন্তব্য করেছিলেন এক নেটিজেন। তাঁর কেরিয়ার যখন তুঙ্গে, সেই সময় ১৯৯৫ সালে ওয়াসিম আক্রম বিয়ে করেছিলেন পেশায় মনোবিদ হুমা মুফতিকে। কিন্তু, মাল্টি অর্গান ফেলিওরের কারণে মাত্র ৪২ বছর বয়সে ২০০৯ সালে হুমার মৃত্যু হয়।
এয়ার অ্যাম্বুল্যান্সে চেন্নাইয়ের অ্যাপেলো হাসপাতালে স্ত্রীকে নিয়ে এসেও বাঁচাতে পারেননি আক্রম। এরপর ২০১৩ সালের ১২ আগস্ট আক্রম বিয়ে করেন মেলবোর্নের শানায়েরা থমসনকে। সম্প্রতি ইনস্টাগ্রামে শানায়েরার সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন আক্রম। সেই ছবি দেখে কটূ মন্তব্য করেন সাইম আলি নামে এক নেটিজেন। জবাবে আক্রম লেখেন, 'তুমি যা লিখেছ, সেটা কি ঠিক বলে মনে কর? আমি তোমার মা-বাবার সঙ্গে দেখা করতে চাই। তাঁদের বলতে চাই যে তাঁরা একটি অপদার্থ তৈরি করেছেন।'