Advertisment

IPL খেলে না বলেই পাত্তা পেল না! জাতীয় দলে ব্রাত্য বাংলার তারকার জন্য সুর চড়ালেন জাফর

বাংলার তারকা আরও একবার জাতীয় দলে বাতিল হতেই ক্ষুব্ধ ওয়াসিম জাফর

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

আগামী মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফরে রওনা হচ্ছে টিম ইন্ডিয়া। দুটো টেস্টের পাশাপাশি তিনটে ওয়ানডে এবং পাঁচটি টি২০ খেলবে ভারত। ক্যারিবীয় সফরের জন্য অভিজ্ঞতার পাশাপাশি এবার তরুণদেরও প্রাধান্য দেওয়া হয়েছে। রুতুরাজ গায়কোয়াড, যশস্বী জয়সোয়াল, মুকেশ কুমার, নভদীপ সাইনিদের মত তরুণ তুর্কিদের ওপর ভরসা রাখা হয়েছে।

Advertisment

নির্বাচকদের দল নির্বাচন মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকেই দল নির্বাচনে খুশি। অনেকে আবার অসন্তোষ ব্যক্ত করেছে। টুইটারে টিম ইন্ডিয়ার দল নির্বাচন নিয়ে নিজের মতামত জানিয়েছেন ওয়াসিম জাফরও।

জাফর নিজের ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, "চারজন ওপেনারের (রোহিত, শুভমান, রুতুরাজ, যশস্বী) কী দরকার ছিল? এই বদলে ওঁরা মিডল অর্ডারে সরফরাজকে নিতে পারত। ওঁর ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সকে সম্মান জানিয়ে।"

"অভিমন্যু ঈশ্বরণ, প্রিয়ক পাঞ্চল রঞ্জি এবং ইন্ডিয়া-এ দলের হয়ে ধারাবাহিক ভালো খেলছে। বহুদিন ধরে ওঁরা টেস্টের দরজায় কড়া নেড়ে চলেছে। ওঁরা টেস্ট খেলে না বলে ওঁদের ভুলে যাওয়া হল? লাইনে সবার আগে রুতুরাজ কীভাবে এগিয়ে গেল?"

এখানেই না থেমে শামিকে বিশ্রামে পাঠানোর বিরোধীতাও করেছেন জাফর। জানিয়েছেন, "এক মাসের বেশি সময় ব্রেক পাওয়ার পরও শামিকে বিশ্রামে পাঠানো হল। এটা বিস্ময়কর। আমার মনে হয় ও এমন একজন বোলার যে যত ম্যাচ খেলবে, ততই ফিট থাকবে, আরও ভালো ফর্মে খেলবে।"

ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা, শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড, বিরাট কোহলি, যশস্বী জয়সোয়াল, অজিঙ্কা রাহানে, কেএস ভরত, ঈশান কিষান, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট, নভদীপ সাইনি

ভারতের ওয়ানডে স্কোয়াড: রোহিত শর্মা, শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল, জুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট, উমরান মালিক

Read the full article in ENGLISH

BCCI Indian Cricket Team
Advertisment