/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/field.jpg)
IPL 2019: 'কমেডি অফ এররস'! দেখুন বল ধরতে গিয়ে কী কাণ্ডটাই না ঘটালেন স্টোকস-বিনি (ছবি-টুইটার)
সোমবার সাওয়াই মান সিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে এনে দিল্লি ক্যাপিটালস। ম্যাচের প্রথমার্ধে দাপট দেখিয়েছিলেন অজিঙ্ক রাহানে। তাঁর হাত থেকে এসেছিল অসাধারণ সেঞ্চুরি। দ্বিতীয়ার্ধে ব্যাট হাতে দাদাগিরি করেন ঋষভ পন্থ। এই দুই ক্রিকেটার ছাড়াও আরও দু'জন খবরের শিরোনামে এসেছেন। ইংল্যান্ডের বেন স্টোকসের সঙ্গে ভারতের স্টুয়ার্ট বিনির মিস ফিল্ডিংয়ের যুগলবন্দি দেখে হেসে লুটোপুটি খেলেন নেটিজজেনরা।
দিল্লির ইনিংস চলাকালীন এই ঘটনা ঘটে। ম্যাচের ১৯ নম্বর ওভারে জোফ্রা আর্চার বল করতে এসেছিলেন। তিনি পন্থকে শর্ট ডেলিভারি করেছিলেন। ঘটনাচক্রে পন্থ উঁচু করে আসা বল সোজাসুজি চালান। বিনি তখন স্কোয়ার লেগ বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন। বলটি ধরতে এসে পুরোপুরি দিশাভ্রান্ত হয়ে যান তিনি। শিশিরের জন্য় বল পড়ে ঘুরে যায়। ফলে বিনি বলের নাগাল পাননি। সেই বল ধাওয়া করেন স্টোকস। কিন্তু বল আচমকাই বাউন্স করায় স্টোকসও বল ধরতে গিয়ে মাঠে হামাগুড়ি খেলেন। অবশেষে কোনওভাবে ধরে ছুঁড়ে দেন। আর এর ফাঁকে পন্থ এবং কলিন ইনগ্রাম তিনটি রান চুরি করে নেন।
আরও পড়ুন: দাদার কোলে ভাই, সৌরভের স্পর্শে কী বললেন পন্থ?
— Cricket Junkie (@JunkieCricket) April 23, 2019
এই ম্যাচে অজিঙ্ক রাহানের দুরন্ত শতরানের পালটা দিয়েছিলেন ঋষভ পন্থ। ৩৬ বলে ৭৮ রানের অপরাজিত বিধ্বংসী ইনিংসে একাই দিল্লিকে জিতিয়ে দেন তিনি। ছক্কা মেরেই দিল্লিকে নিয়ে গেলেন লিগ টেবিলের শীর্ষে। প্রথমে ব্যাট করে রাজস্থান তুলেছিল ১৯১ রান। সেই রান তাড়া করতে নেমে শিখর ধাওয়ান ও পৃথ্বী শ শুরুটা ভাল করে দিয়েছিলেন। তারপর এসএমএস স্টেডিয়ামে কেবল ঋ-ষ-ভ ধ্বনি। ছক্কায় ছক্কায় একাই মাতিয়ে দিলেন তিনি। ৪ বল বাকি থাকতেই হাতে ৬ উইকেট নিয়ে দলকে জিতিয়ে দিলেন তিনি।