/indian-express-bangla/media/media_files/2025/03/24/RhibQwcTNVStQ4J8ZYbA.jpg)
Chennai Super Kings: চেন্নাই সুপার কিংসের সর্বশেষ নাচের ভিডিওতে মহেন্দ্র সিং ধোনি (বাঁদিকে) এবং রুতুরাজ গায়কোয়াড়। (সিএসকে-এর এক্স অ্যাকাউন্ট থেকে স্ক্রিনগ্র্যাব)
CSK Players Dance to Whistle Podu Song as MS Dhoni Enjoys the Show!: চেন্নাই সুপার কিংস (CSK) IPL 2025-এর প্রথম ম্যাচেই জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। এই জয়ের পর নতুন Whistle Podu গানে CSK তারকারা নাচলেন, কিন্তু মহেন্দ্র সিং ধোনি রইলেন চুপচাপ!
ভিডিওতে কী দেখা গেছে?
রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন ও অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় নাচলেন নতুন Whistle Podu গানের তালে!
ধোনি শুধুমাত্র চেয়ারে বসে উপভোগ করলেন এই মুহূর্ত!
CSK-এর এই নতুন গান ইতিমধ্যেই ভক্তদের মধ্যে ভাইরাল হয়ে গেছে।
How's the feeling superfans? 🥳
— Chennai Super Kings (@ChennaiIPL) March 23, 2025
Let's get vibing to Namma Music!🕺#WhistlePodu#Yellove#CSKvMIpic.twitter.com/Hu7GTOxBSu
IPL 2025: CSK বনাম MI ম্যাচের হাইলাইটস
নুর আহমেদ ১৮ রানে ৪ উইকেট নিয়েছেন। খলিল আহমেদ ২৯ রানে ৩ উইকেট নিয়েছেন। তাঁদের দুর্দান্ত বোলিং মুম্বই ইন্ডিয়ানসকে মাত্র ১৫৫ রানে থামিয়ে দিয়েছে।
রাচিন রবীন্দ্র করেছেন ৬৫ রান ও রুতুরাজ গায়কোয়াড় করেছেন ৫৩ রান। তাঁদের অসাধারণ ব্যাটিং CSK-কে জিতিয়ে দিয়েছে।
ধোনি ব্যাটিং করতে নেমে মাত্র ২ বল খেলেন। তিনি কোনও রান করতে পারেননি।
আরও পড়ুন- সৃষ্টি নতুন ইতিহাস! নিউ ক্যালেডোনিয়াকে হারিয়ে তৃতীয়বার বিশ্বকাপে 'অল হোয়াইটস'
হেরে গেলেও নজর কেড়েছেন মুম্বইয়ের দীপক চাহার। চেন্নাই সুপার কিংসের জার্সিতে দীপক চাহার ৭৬ ম্যাচ খেলেছেন। তবে রবিবার (২৩ মার্চ) ব্যাট এবং বল হাতে দীপক দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। প্রথমে ব্যাট করতে নেমে দীপক মাত্র ১৫ বলে ২৮ রান করেন। তাঁর এই রানের দৌলতেই মুম্বইয়ের স্কোর ১৫০-এর চৌকাঠ স্পর্শ করেছিল। এরপর বল হাতেও তিনি যথেষ্ট ভাল পারফরম্যান্স করেন। শুরুতেই তিনি সিএসকে-র ওপেনার রাহুল ত্রিপাঠীর উইকেট শিকার করেন।
Bat treatment for Deepak 😝😂 some fun moment btw Deepak and Dhoni there hod is something different ❤️😍
— Bagad Billa (@maitweethoon) March 23, 2025
#CSKvMI#Dhoni#MSDhonipic.twitter.com/YsX3ergbHu
পরবর্তী ম্যাচ:
চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু– ২৮ মার্চ। ওই ম্যাচে দুই মহাতারকা ধোনি আর কোহলিকে পরস্পরের বিরুদ্ধে খেলতে দেখা যাবে। কোহলিরা ইতিমধ্যেই গতবারের চ্যাম্পিয়ন কেকেআরকে তাদের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেনসে হারিয়ে সকলের নজর কেড়েছে। আর, সিএসকে-ও তাদের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের মত দলকে হারিয়েছে। সেই হিসেবে বলা যায়, এবারের আইপিএলের দুটি এগিয়ে থাকা দলের মধ্যে লড়াই হবে ওই দিন।