রমরমিয়ে হয়ে গেল বাংলাদেশি প্রিমিয়ার লিগ। ঢাকায় সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হল কুমিল্লা ভিক্টরিয়ান্স। সেই ম্যাচেই ঝড় তুললেন ওয়েস্ট ইন্ডিয়ান জনসন চার্লস। তবে ম্যাচের শেষে চার্লস নন, শিরোনামে এক বাংলাদেশি সাংবাদিক। যিনি নিজের ইংরেজির জন্য মুহূর্তের মধ্যেই ভাইরাল। ক্রিকেটীয় আলোচনা ছাপিয়ে শিরোনামে উঠে এলেন নাগরিক টিভির সাংবাদিক রাজিবুল ইসলাম।
আসলে ম্যাচের পর মাঠে নেমে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিতে চাইছিলেন সংশ্লিষ্ট সাংবাদিক। ক্যামেরা ম্যানকে সঙ্গে নিয়েই তিনি পাকড়াও করছিলেন একের পর এক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্রিকেটারদের। মঈন আলি থেকে সুনীল নারিন, আন্দ্রে রাসেলদের সামনে বুম বাড়িয়ে দিচ্ছিলেন ফাইনাল ম্যাচের প্রতিক্রিয়া সংগ্রহের জন্য।
তবে ইংরেজিতে তিনি সড়গড় নন। ভাঙা ইংরেজিতে শুধুমাত্র কয়েকটি শব্দই বলতে পারছিলেন রাজিবুল। রাসেল-নারিন-মঈন আলিদের তিনি জিজ্ঞাসা করছিলেন, "ফাইনাল ম্যাচ, ইয়োর পারফরম্যান্স, হোয়াট হ্যাপেনিং?" আসলে তিনি তারকা ক্রিকেটারদের ফাইনাল ম্যাচে নিজেদের পারফরম্যান্সের বিষয়ে জানতে চাইছিলেন। তবে নিজের বক্তব্য সঠিকভাবে উপস্থাপনা করতে পারছিলেন না ভাষার ওপর দখল না থাকায়।
তাঁর এই ভাঙা ইংরেজি দুর্বোধ্য ঠেকেছিল বিপিএলে অংশ নিতে আসা বিদেশি ক্রিকেটারদের। আন্দ্রে রাসেল তো সরাসরি বলে দেন, "হোয়াট ডাজ দ্যাট মিন"- এর অর্থ কী! মঈন আলিও অভিব্যক্তিতে বিভ্রান্তি প্রকাশ করেছেন।
যাইহোক, শের-ই বাংলা স্টেডিয়ামের থ্রিলারে বিপিএল চ্যাম্পিয়ন হল কুমিল্লা ভিক্টরিয়ান্স। চলতি বিপিএলে দুর্ধর্ষ ফর্মে থাকা সিলেটের তারকা নাজমুল হোসেন শান্ত ৬৪ করে দলকে ১৭৫-এ পৌঁছে দেন। মুশফিকুর রহিমও ৪৮ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন।
রান তাড়া করতে নেমে কুমিল্লা প্ৰথম ৩ ওভারের মধ্যে সুনীল নারিন, ইমরুল কায়েসকে হারালেও শুরুটা খারাপ করেনি। তারপর তৃতীয় উইকেটে জনসন চার্লস এবং লিটন দাস ৭০ রানের পার্টনারশিপে জয়ের ট্র্যাকে ফিরে আসে কুমিল্লা। লিটন (৩৯ বলে ৫৫) শেষমেশ আউট হয়ে গেলেও চার্লস (৫২ বলে ৭৯) মঈন আলিকে (১৭ বলে ২৫) সঙ্গে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।