/indian-express-bangla/media/media_files/2025/05/12/xEya2FtVpslBYIUA6M92.jpg)
Nurul Hasan helmet incident: বাংলাদেশ এ দলের উইকেটকিপার কোথায় দাঁড়াতে হয় তাই ভুলে গেলেন
Nurul Hasan captaincy mistake: বাংলাদেশের ক্রিকেট এবং ক্রিকেটাররা যে গোটা বিশ্বে কত পিছিয়ে আছেন তার জলজ্যান্ত উদাহরণ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বাংলাদেশি ক্রিকেটারদের অন-ফিল্ড কাণ্ডকারখানা সবসময়ই বিনোদনের রসদ। কখনও একটা বলের পিছনে পাঁচ জন ফিল্ডারের দৌড়, আবার কখনও ভারতের বিরুদ্ধে ম্যাচ জেতার আগেই মুশফিকুর রহিমের সেই ভাইরাল উল্লাস, আর তারপর ম্যাচ হেরে যাওয়া। বারবারই বিশ্বের সামনে খোরাক হন বাংলাদেশি ক্রিকেটাররা। এবার তো এমন এক ঘটনা ঘটিয়েছেন এক বাংলাদেশি ক্রিকেটার যা দেখে হেসে গড়াগড়ি খাবেন। বাংলাদেশ এ দলের উইকেটকিপার কোথায় দাঁড়াতে হয় তাই ভুলে গেলেন, আর তাতে টিমকে বিপাকে ফেললেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
বাংলাদেশ ‘এ’ এবং নিউজিল্যান্ড ‘এ’-র মধ্যে তৃতীয় আনঅফিশিয়াল ওয়ানডে ম্যাচে উইকেটকিপার নুরুল হাসান সেই কাণ্ড ঘটান। তাঁর ভুল পজিশনে দাঁড়ানোর কারণে বোলারের বল সরাসরি হেলমেটে লাগে। ঘটনাটি ঘটে শনিবার, ম্যাচের দ্বিতীয় ইনিংসে পঞ্চম ওভারে।
ইবাদত হোসেন তখন বোলিং করছিলেন। নিউজিল্যান্ড ‘এ’ দল ২২৮ রানের লক্ষ্য তাড়া করছিল, তখন ক্রিজে ছিলেন রাইস মারিউ ও ডেল ফিলিপস এবং স্কোর ছিল ৩৫/০। ইবাদতের একটি সোজা বল মারিউ ছেড়ে দেন, এবং সেটি সোজা গিয়ে হেলমেটে আঘাত করে। তার কারণ নুরুল হাসান চিরাচরিত উইকেটকিপার পজিশনেপ পরিবর্তে প্রথম স্লিপের কাছাকাছি দাঁড়িয়েছিলেন। বলটি গড়িয়ে শর্ট থার্ড ম্যান অঞ্চলের দিকে চলে যায় এবং সেখান থেকে ফিল্ডার ফেরত পাঠান। কিন্তু ততক্ষণে যা লোকসান হওয়ার হয়ে গিয়েছে।
நேத்து மேட்ச்ல.🤣🤣🤣 pic.twitter.com/0dUGIrYrot
— சமர் (@Drunks_Monkey) May 11, 2025
নুরুল হাসান বলটি সোজা যাবে বলে মনে করেননি, তাঁর মুখে ছিল বিস্ময়। এমনকি ব্যাটসম্যানরাও কিছুটা বিভ্রান্ত ছিলেন। শেষ পর্যন্ত ফিলিপস ও মারিউ একটি রান নেন এবং আম্পায়ার ব্যাটিং সাইডকে ৫ পেনাল্টি রান দেন।
আরও পড়ুন শান্তর বদলে লিটনেই ভরসা BCB-র, ইন্ডিয়া সিরিজের আগে নয়া ক্যাপ্টেন বাংলাদেশের
ম্যারিলেবোন ক্রিকেট ক্লাব (MCC) দ্বারা নির্ধারিত ক্রিকেটের নিয়ম ২৮.৩.২ অনুযায়ী, "যদি বল খেলার সময় হেলমেটে আঘাত করে, তাহলে বল সঙ্গে সঙ্গে ডেড হয়ে যাবে এবং আম্পায়ার প্রয়োজনে নো বল বা ওয়াইড সিগনাল দেবেন, অথবা ব্যাটিং দলকে ৫ পেনাল্টি রান দেবেন।”
ঘটনাটি নুরুল হাসানের এক ‘ব্রেইন-ফেড’ মুহূর্ত বলে মনে হয়েছে, যিনি এই ম্যাচে দলের অধিনায়কও ছিলেন। কোথায় বোলারের বল আর কোথায় দাঁড়িয়ে ছিলেন তিনি। ভিডিও ভাইরাল হতেই ফের খোরাক হয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা।
নিউজিল্যান্ড ‘এ’ দল সহজেই ৪৮তম ওভারে লক্ষ্য তাড়া করে ম্যাচ জিতে নেয়, ডিন ফক্সক্রফট দলকে জয় এনে দেন।
৩১ বছর বয়সী নুরুল হাসান ১৫৭টি লিস্ট-এ ম্যাচ, ২১৪টি টি-টোয়েন্টি এবং ১০৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ডানহাতি এই ব্যাটার সর্বশেষ ২০২৩ সালে মিরপুরে জাতীয় দলের হয়ে খেলেছিলেন। সব ফরম্যাট মিলিয়ে ৬৪টি ম্যাচ খেলে তিনি ১০০০-এর বেশি রান করেছেন এবং ৫০টিরও বেশি ফিল্ডিং ডিসমিসাল রয়েছে তাঁর নামের পাশে।