Advertisment

"পার্টনার্স ইন ক্রাইম'' জিভার সঙ্গেই ভারত-পাক ম্যাচে গলা ফাটালেন পন্থ

জিভার সঙ্গেই গ্যালারিতে গলা ফাটালেন পন্থ। জিভাকে নিজের "পার্টনার্স ইন ক্রাইম'' বলেই ব্যাখ্য়া করেছেন পন্থ। নিজেই ইনস্টাগ্রামে সেই ভিডিও শেয়ার করেছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Watch: Rishabh Pant, Ziva Dhoni Play New High-Pitched Game

পন্থের "পার্টনার্স ইন ক্রাইম'' জিভা, ভারত-পাক ম্যাচে একসঙ্গে গলা ফাটালেন

এখনও পর্যন্ত বিশ্বকাপে মাঠে নামার সুযোগ হয়নি ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থের। ইংল্যান্ডে ব্য়াক-আপ প্লেয়ার হিসেবে উড়ে এসেছেন তিনি। ধাওযানের পরিবর্তে বিসিসিআইয়ের প্লে-বি-তে রয়েছেন পন্থ।


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার সময়ে প্যাট কামিন্সের চকিত বাউন্সারে আঙুলে চোট পান শিখর ধাওয়ান। চোট হাতেই সেঞ্চুরি করে দলের জয়ের ভিত গড়ে দেন তিনি। পরে স্ক্যান রিপোর্টে দেখা যায় হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে। বলা হয়, কমপক্ষে তিন সপ্তাহ বিশ্রাম নিতেই হবে। ঘটনা হল, সামনের চারটি ম্যাচে কোনও রকমে দল সাজালেও, নক আউট পর্বের ম্যাচে ধাওয়ানকে ধরেই এগোচ্ছে ভারতীয় দল। তবে কোনও কারণে ঠিক সময়ে ফিট না হয়ে উঠলে সেক্ষেত্রে বিকল্প ভাবনায় ঋষভই রয়েছে।

আরও পড়ুন: পন্থকে ডাকা হল লন্ডনে, থাকছেন ধাওয়ানও! তবু অনিশ্চিত ঋষভ

View this post on Instagram

Partners in crime ???? @ziva_singh_dhoni

A post shared by Rishabh Pant (@rishabpant) on

ঋষভ গত রবিবার ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্য়াফোর্ডের গ্যালারিতে হাজির ছিলেন। ভারত-পাকিস্তান ম্যাচের পর টিম ইন্ডিয়ার জন্য় তাঁকে গলা ফাটাতে দেখা গিয়েছে। পন্থ তাঁর সঙ্গী হিসেবে পেয়েছেন নিজের আইডল মহেন্দ্র সিং ধোনির কন্যাকে। জিভার সঙ্গেই গ্যালারিতে গলা ফাটালেন পন্থ। জিভাকে নিজের "পার্টনার্স ইন ক্রাইম'' বলেই ব্যাখ্য়া করেছেন পন্থ। নিজেই ইনস্টাগ্রামে সেই ভিডিও শেয়ার করেছেন তিনি। এই ভিডিও সোশালে বেশ মন কেড়ে নিয়েছে। জিভার সঙ্গে পন্থের যুগলবন্দি আগেও দেখা গিয়েছে।

Rishabh Pant pakistan India
Advertisment