বল বাউন্ডারির বাইরে বেরিয়ে যাচ্ছে। উড়ন্ত বল অবশ্য বাউন্ডারি পেরোল না। তার আগেই দুরন্ত ক্ষিপ্রতায় ফিল্ডার পাখির মতো উড়ে গিয়ে বল তালুবন্দি করে নিলেন। প্রথমবার দেখাতে মনে হতে পারে, কম্পিউটারের গ্রাফিক্সের কেরামতি বোধহয়। তবে স্লো মোশনে দেখতেই ভুল ভাঙবে। বিদেশ নয়, ভারতের মাটিতেই এবার সর্বকালের সেরা ক্যাচ দেখা গেল। তবে আন্তর্জাতিক ক্রিকেট নয়। ঘরোয়া ক্রিকেটে দেখা গেল এমন অবিশ্বাস্য ক্যাচ। বলা হচ্ছে, এটাই নাকি ঘরোয়া ক্রিকেটের সর্বসেরা ক্যাচ।
সৈয়দ মুস্তাক আলি ট্রফির সুপার লিগ ম্যাচে এমনই পাখির মতো উড়ে গিয়ে ক্যাচ ধরলেন রুতুরাজ গায়কোয়াড়। যা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে ক্রিকেট বিশ্বে। ঘটনা হল, ক্যাচ ধরার ভিডিও এখনকার নয়। কয়েকমাস পুরনো। তাতে থোড়াই কেয়ার! মাস ছয়েক পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই তুলকালাম কাণ্ড!
সৈয়দ মুস্তাক আলি ট্রফির সুপার লিগ ম্যাচে খেলা ছিল মহারাষ্ট্র এবং রেলওয়েজ মধ্যে, ২১ মার্চ। জেতার জন্য রেলওয়েজের প্রয়োজন ছিল ১৭৮ রান। শেষ ওভারে রেলওয়েজের সামনে জয়ের টার্গেট দাঁড়িয়েছিল ২২ রান। হাতে ছিল মাত্র ১ উইকেট। ব্যাটসম্যান মনজিৎ সিং সোজা লং অনে ছক্কা হাকিয়েছিলেন। তবে বল বাউন্ডারি পেরিয়ে যাওয়ার আগেই রুতুরাজ গায়কোয়াড ক্যাচ তালুবন্দি করে নেন। তবে তিনিও বল সুদ্ধ বাউন্ডারির সীমানা অতিক্রম করছেন এটা বুঝতে পেরেই অন্য ফিল্ডারের দিকে বল ছুঁড়ে দেন। তিনি স্বচ্ছন্দে ক্যাচ তালুবন্দি করেন।
কয়েক সেকেন্ডের মধ্যে পুরো ঘটনাটি ঘটে যাওয়ায় বারেবারে স্লো মোশনে এই ভিডিও দেখে তাজ্জব হয়ে গিয়েছেন প্রত্যেকেই। মহারাষ্ট্রের তারকা ক্রিকেটারকে কুর্নিশ করছে ক্রিকেট বিশ্ব। ভারতের কোচের পদে আবেদন করা নিউজিল্যান্ডের মাইক হেসন টুইটারে এই ভিডিও দেখে লিখেছেন, "জীবন থেকে একটা মুহূর্ত সরিয়ে রেখে এই ক্যাচ দেখা প্রয়োজন।" হোলকার স্টেডিয়ামে মহারাষ্ট্র সেই ম্যাচে রেলওয়েজকে হারায় ২১ রানে।
Read the full article in ENGLISH