scorecardresearch

মাঠে সকলকে বোকা বানান, এবার ‘বাজিগর’ মেসিকেই চোখে সর্ষে ফুল দেখালেন জাদুকর, দেখুন ভিডিও

মেসিকেই এবার বোকা বানিয়ে দিলেন এই জাদুকর, দেখুন ভিডিও

মাঠে সকলকে বোকা বানান, এবার ‘বাজিগর’ মেসিকেই চোখে সর্ষে ফুল দেখালেন জাদুকর, দেখুন ভিডিও

মেসি নিজেই ম্যাজিসিয়ান। বল পায়ে প্রতিপক্ষ ডিফেন্ডারদের চোখে সর্ষে ফুল দেখান। ড্রিবলিং হোক বা দুরূহ কোন থেকে গোলের পাস বাড়ানো, চোখ ধাঁধানো স্কিল- গোটা বিশ্বকে মোহিত করে রেখেছে বছরের পর বছর।

মেসি সকলকে বিস্মিত করলেও, তিনি সচরাচর অন্যের প্রতিভায় চমকৃত হয়েছেন, এমন উদাহরণ খুব সীমিত। তবে এমনি এবার কাণ্ড ঘটল। যাতে মেসি পুরোপুরি বাকরুদ্ধ। বৃহস্পতিবার প্যারিসে চ্যারিটি গালা ইভেন্ট ছিল। সেখানে মেসি সহ বেশ কয়েকজন পিএসজি তারকা হাজির ছিলেন।

আরও পড়ুন: মেসিদের কাছে বিশ্বকাপ হার সহ্য করতে পারলেন না! ২৯ বছরেই অবসর রোনাল্ডোর ফরাসি বন্ধুর

সেখানেই মেসিকে বোকা বানিয়ে দিলেন দুনিয়ার সেরা জাদুকর জুলিয়েস দেইন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বিখ্যাত জাদুকর দেইন মেসির সামনে তাসের কার্ডের ট্রিক দেখাচ্ছেন।

মেসিকে ফরাসি ভাষায় নির্দেশ দিচ্ছিলেন দেইন। মেসি আগেই জানিয়েছিলেন, তিনি ইংরেজি বলতে, বুঝতে সমর্থ নয়। তাই দেইন নিজের ফরাসিতে কথাবার্তা চালাচ্ছিলেন। মেসি এতে পাশে দাঁড়িয়ে থাকা স্ত্রীকে হালকা ছলে জিজ্ঞাসা করে বসেন, “তুমি কি ফরাসি জানো, উনি কী বলছেন?” শেষ পর্যন্ত স্ত্রী আন্তনেল্লা রোকুজ্জো দোভাষীর কাজ করেন। ফরাসি ম্যাজিসিয়ানের নির্দেশ মেসিকে জানাতে থাকেন। মেসি সেই অনুযায়ী, অনুসরণ করতে থাকেন তাঁর নির্দেশ।

বুধবার রাতে পিএসজি ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে মন্তপ্যায়িকে। সেই ম্যাচে গোল পেয়েছিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন। পিএসজি আপাতত দ্বিতীয় স্থানে থাকা লেন্সের থেকে পাঁচ পয়েন্টে এগিয়ে গিয়েছে।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Watch video how lionel messi gets fooled by magician in a card trick