Advertisment

২০১২-তেও যৌন হেনস্থার অভিযোগ ব্রিজ ভূষণের বিরুদ্ধে, কেলেঙ্কারি ফাঁস করে বিস্ফোরক ‘সোনার মেয়ে সাক্ষী’  

গত সপ্তাহে একটি প্রেস মিটে পিটি ঊষা প্রতিবাদী কুস্তিগীরদের আন্দোলন নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে আসেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Brij Bhushan Sharan Singh FIR, Brij Bhushan Sharan Singh jail, Brij Bhushan Sharan Singh complaint, wrestlers complaint, wrestlers protest, Wrestling Federation of India, WFI, Wrestling Oversight Committee, PT Usha, Mary Kom, Yogeshwar Dutt, wrestler, Babita Phogat, Indian Wrestling, Wrestling in India, India Wrestling, Jantar Mantar, Jantar Mantar protest, Jantar Mantar dharna, Neeraj Chopra, Nikhat Zareen, Virender Sehwag, Abhinav Bindra"

এবার আমরণ অনশনে বসবেন প্রতিবাদীরা কুস্তিগিররা।

‘আমরা আমাদের কেরিয়ারের ভয়ে চুপ ছিলাম’, ব্রিজভূষণের প্রশ্নের সাফ জবাব দিয়েছেন রিও অলিম্পিকের ব্রোঞ্জ পদক জয়ী সাক্ষী মালিক। তিনি বলেছেন, WFI সভাপতি ব্রিজ ভূষণের বিরুদ্ধে এমন অভিযোগ এই প্রথম নয়, এর আগেও ২০১২ সালে হাফডজনের বেশি জুনিয়ার ক্রিড়াবিদ ব্রিজ ভূষণের বিরুদ্ধে অভিযোগ জানাতে লখনউ পুলিশের কাছে গেলেও, ব্রিজ ভুষণের রাজনৈতিক দাপটের কারণে সবটাই চাপা পড়ে যায়”।

Advertisment

তিনি আরও বলেন, ‘আমাদের এক ও এক মাত্র লক্ষ্য অপরাধের শাস্তি’। যন্তর মন্তরে কুস্তিগীরদের আন্দোলন দশমদিনে পড়ার পর সাক্ষী মালিক ব্রিজ ভূষণের বিরুদ্ধে কথিত যৌন কেলেঙ্কারির মামলার প্রসঙ্গে ফিজিওথেরাপিস্ট পরমজিৎ মালিকের বক্তব্য টেনে আনেন। ঠিক কী বলেছেন তিনি? অলিম্পিক্স পদকজয়ী কুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে প্রাক্তন ফিজিও পরমজিৎ মালিক দাবি করেছেন, ব্রিজভূষণ কুস্তিগীরদের যৌননিগ্রহ করতেন। সেটার বিরুদ্ধে কথা বলেছিলেন বলে ২০১৪ সালে চাকরি গিয়েছিল বলেও দাবি পরমজিতের।

তিনি বলেন, “সংবাদমাধ্যমের কাছে আমি জানিয়েছিলাম যৌননিগ্রহের কথা। ২০১৪ সালে সেই কথা বলার পর সাই থেকে আমাকে এবং স্ত্রীকে বার করে দেওয়া হয়েছিল।”পরমজিৎ বলেন, “অলিম্পিয়ান, বিশ্ব চ্যাম্পিয়নরা ব্রিজভূষণের বিরুদ্ধে সুবিচার পাচ্ছে না। আমি তো পারবই না। ব্রিজভূষণের বিরুদ্ধে লড়াই করা আমার পক্ষে সম্ভব ছিল না।”এদিকে ব্রিজভুষণের বিরুদ্ধে আন্দোলনে প্রতিবাদী কুস্তিগীররাও এই বিষয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার মেরি কমের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন। এবিষয়ে টোকিও অলিম্পিকের ব্রোঞ্জ পদক বিজয়ী বজরং পুনিয়া বলেন,  “আমি মনে করি তারা (পিটি ঊষা এবং মেরি কম) ভুলে গেছেন যে খেলাধুলার কারণেই তারা আজ ক্ষমতায় বসে রয়েছেন। তারা একসময় অ্যাথলেট ছিল, এখন তারা রাজনীতিবিদ হয়ে উঠেছেন,”।

গত সপ্তাহে একটি প্রেস মিটে পিটি ঊষা প্রতিবাদী কুস্তিগীরদের আন্দোলন নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে আসেন। সেই মন্তব্য প্রসঙ্গে সাক্ষী মালিক বলেন, “আমি ঊষা ম্যামকে একটা প্রশ্ন করতে চাই আপনি একজন মহিলা হয়ে আপনি যদি অন্য মহিলাদের যন্ত্রণা বুঝতে না পারেন, তাহলে আপনার অফিসিয়াল পদের কি কোনো মূল্য আছে?” এদিকে যৌন হেনস্থার অভিযোগে চক্রান্তের ভূত দেখছেন ব্রিজভূষণ, তুললেন মারাত্মক অভিযোগ। তিনি বলেন, “আমি নির্দোষ, আমি তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। আমি তদন্তে সব রকমের সাহায্য করতেও রাজী। বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। এটা কংগ্রেস, কিছু শিল্পপতিদের আন্দোলন, কুস্তিগীরদের নয়’। তিনি যোগ করেছেন “প্রতিদিন তারা (কুস্তিগীর) নতুন দাবি নিয়ে আসছে। তারা এফআইআর দাবি করেছে, এফআইআর দায়ের করা হয়েছে। এখন তারা বলছে আমাকে জেলে পাঠানোর চিন্তা করছে, তারা বলছে সব পদ থেকে ইস্তফা দিতে, মানুষের ভোটে আমি এমপি হয়েছি ভিনেশ ফোগাটের কারণে আমি এমপি হই নি’।

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভরত কুস্তিগীরদের সঙ্গে দেখা করে কেন্দ্রকে নিশানা করে বলেন, “যখন এই কুস্তিগীররা দেশের হয়ে পদক জেতে, আমরা সবাই টুইট করি এবং গর্ববোধ করি। কিন্তু আজ তারা রাস্তায় নেমেছে ন্যায়বিচারের আশায় এবং তারা ন্যায়বিচার পাচ্ছে না। মহিলা কুস্তিগীররা এই পর্যায়ে পৌঁছানোর জন্য অনেক সংগ্রাম করে এবং আমি বুঝতে পারছি না সরকার কেন ব্রিজভূষণ শরণ সিংকে বাঁচাতে মরিয়া? কুস্তিগীর বজরং পুনিয়া বলেন, “যতক্ষণ না ন্যায়বিচার না হয়, পুলিশ প্রশাসন আমাদের যতই নির্যাতন করুক না কেন আমরা প্রতিবাদ চালিয়ে যাব”।

বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক বিজয়ী ভিনেশ ফোগাট, যন্তর-মন্তরে আন্দোলনের অন্যতম মুখ, একটি প্রেস কনফারেন্সে তিনি বলেছিলেন যে “সুপ্রিম কোর্টের নির্দেশে দিল্লি পুলিশের আশ্বাসের পরে লড়াই শেষ হয়নি। “এই লড়াই শুধু এফআইআর দায়ের করা নয়। এই লড়াই ন্যায়বিচার পাওয়ার জন্য, তাকে (সিং) শাস্তি দেওয়ার জন্য, তাকে জেলে পাঠানো এবং WFI সভাপতি পদ থেকে অপসারণ না করা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব”। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের কুস্তিগীরদের এই আন্দোলনে রাজনৈতিক দলগুলি তাদের পাশে দাঁড়িয়েছেন। কংগ্রেস, টিএমসি, আম আদমি পার্টি এবং বাম সহ বেশ কয়েকটি দলের একাধিক নেতা যন্তর-মন্তরে তাদের আন্দোলনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

Brij Bhushan Sharan Singh
Advertisment