/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/Team-India.jpg)
ইন্ডোরে প্র্যাকটিস করছে টিম ইন্ডিয়া (টুইটার)
বিশ্বকাপের পরে এই প্রথম দক্ষিণ আফ্রিকার মতো হেভিওয়েট দলের মুখোমুখি ভারত। ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে কোহলি বাহিনী তিন ফর্ম্যাটে জিতলেও, সেই জয়কে ধর্তব্যের মধ্যে আনতে নারাজ টিম ম্যানেজমেন্ট। আগামী বছরের টি টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপের প্রস্তুতি বেসরকারিভাবে শুরু হয়ে যাচ্ছে রবিবারের ধর্মশালা থেকেই। তবে সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে পুরো ৪০ ওভার বল গড়াবে কিনা, তা নিয়ে সংশয় শুরু হয়ে গিয়েছে এখনই।
আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আর্দ্র পরিবেশে খেলতে হবে পারে দুই দলকে। ঝোড়ো বৃষ্টির সঙ্গে বজ্রপাতও ঘটতে পারে। তবে জানানো হচ্ছে, ,সন্ধের দিকে বৃষ্টি না হলেও, বিকেলের দিকে ঝেঁপে বৃষ্টি নামতে পারে। সেক্ষেত্রে ওভার কমিয়ে আনা হতে পারে। ৭টার সময় ম্যাচ শুরু হওয়ার কথা। তবে ভারি বৃষ্টির কারণে মাঠ ভিজে থাকলে খেলা সামান্য দেরিতে শুরু হতে পারে।
"We want to win every game we play" - @imVkohli#TeamIndia#INDvSApic.twitter.com/mnisZm8K5Z
— BCCI (@BCCI) September 14, 2019
আরও পড়ুন লক্ষ্য টি২০ বিশ্বকাপ, প্রোটিয়াজদের বিপক্ষে বিরাটদের অভিযান শুরু ধর্মশালায়
ম্য়াচের আগের দিন শনিবারেও বৃষ্টি হয়েছে। গ্রাউন্ডসম্যানকে দেখা গিয়েছে, পুরো আউটফিল্ড কভারে ঢেকে পরিচর্যা করতে। অন্যদিকে, কোহলিকেও সাংবাদিক সম্মেলনে আসতে হয়েছে ছাতা নিয়ে। প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলতে ভারত শুক্রবারেই চলে এসেছিল ধর্মশালায়। তবে আবহাওয়ার পরিস্থিতি ভাল না হওয়ায়, হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ইন্ডোরেই অনুশীলন সারতে হয়েছে টিম ইন্ডিয়াকে।
????????
Snapshots from #TeamIndia's indoor net session in Dharamsala ahead of the 1st T20I against South Africa.#INDvSApic.twitter.com/9SxAi9ocOl
— BCCI (@BCCI) September 14, 2019
তবে আবহাওয়ার পরিস্থিতি অনুকূল না হলেও কোহলি সাংবাদিক সম্মেলনে বলে দিয়েছেন, "হোম টিম হিসেবে আমাদের গেম প্ল্যান নিশ্চিত করে মাঠে নামতে হবে। বিদেশে সিরিজের জন্য যেভাবে আমরা প্রস্তুতি নিয়ে থাকি, সেভাবেই আমাদের ফোকাসড থাকতে হবে। আন্তর্জাতিক ক্রিকেট এখন অনেকাংশেই মানসিক শক্তির পরিচয় নেয়।"
স্কোয়াড: বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ক্রুনাল পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহার, খলিল আহমেদ, দীপক চাহার, নভদীপ সাইনি
Read theb full article in ENGLISH