দেশ জুড়ে বিয়ের মরসুম। একের পর এক বিগ ফ্যাট ওয়েডিং-এ গমগম করছে চারপাশ। ইশা আম্বানি থেকে সাইনা নেহওয়াল, এবছর গাঁটছড়া বাঁধলেন অনেকেই। প্রথাগত জমকালো পোশাকে ইতিউতি নজর কাড়লেন নিমন্ত্রিত সেলেবরাও। শুধু সাইনা বা ইশাই নয়, বিয়ে করলেন কুস্তিগীর ভিনেশ ফোগাট, ও তীরন্দাজ দীপিকা কুমারী এবং অতনু দাসও। রইল সেইসব সেলেব বিয়ের কিছু ঝলক।









