scorecardresearch

বিয়ের মরসুমে সেলেব বিয়ের ঝলক দেখুন ছবিতে

দেশ জুড়ে এখন বিয়ের মরসুম, এ কথা বলা যেতেই পারে। এ বছরে একে একে গাঁটছড়া বেঁধেছেন অনেক বিখ্যাত মুখই। বিয়ের আমন্ত্রিতদের মধ্যে ছিলেন তারকারা। ছবিতে দেখে নেওয়া যাক বিয়ের ঝলক।

বিয়ের মরসুমে সেলেব বিয়ের ঝলক দেখুন ছবিতে

দেশ জুড়ে বিয়ের মরসুম। একের পর এক বিগ ফ্যাট ওয়েডিং-এ গমগম করছে চারপাশ। ইশা আম্বানি থেকে সাইনা নেহওয়াল, এবছর গাঁটছড়া বাঁধলেন অনেকেই। প্রথাগত জমকালো পোশাকে ইতিউতি নজর কাড়লেন নিমন্ত্রিত সেলেবরাও। শুধু সাইনা বা ইশাই নয়, বিয়ে করলেন কুস্তিগীর ভিনেশ ফোগাট, ও তীরন্দাজ দীপিকা কুমারী এবং অতনু দাসও। রইল সেইসব সেলেব বিয়ের কিছু ঝলক।

গত ১৪ ডিসেম্বর বিয়ে সেরেছেন সাইনা নেহওয়াল এবং পারুপাল্লি কাশ্যপ। বিয়ের পরেই সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে সাইনা লিখেছেন ‘বেস্ট ম্যাচ অফ মাই লাইফ’

 

সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে সাইনা বলেছিলেন, যখন তাঁরা একসঙ্গে ট্রেনিং নেওয়া শুরু করেন তখন থেকেই দুজনের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়
কাশ্যপ ইন্সটাগ্রামে এই বিয়েকে ‘মোস্ট এপিক ম্যাচ অফ দ্য ইয়ার’ বলেই অভিহিত করেছেন 
ভারতীয় তীরন্দাজ অতনু দাস এবং দীপিকা কুমারি বিবাহিত জীবন শুরু করেছেন গত ১১ ডিসেম্বর। বিয়ের অনুষ্ঠান হয়েছে রাঁচিতে। এদিন বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা এবং তাঁর স্ত্রী মিরা। ছবি: ইন্সটাগ্রাম
ইশা আম্বানির বিয়েতে অতিথিদের তালিকায় ছিলেন কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকর। সঙ্গে স্ত্রী অঞ্জলি এবং পুত্র অর্জুন। (এক্সপ্রেস ছবি: বরিন্দর চাওলা)
ইশা আম্বানির বিয়েতে মা শবনম এবং স্ত্রী হেজেলের সঙ্গে যুবরাজ সিং
মুকেশ কন্যা ইশা আম্বানির বিয়ের অনুষ্ঠানে অনিল কুম্বলে
স্যোশাল মিডিয়ায় বিয়ের দিনের ক্যানডিড মুহূর্ত শেয়ার করেছেন ভিনেশ ফোগাট। ছবি: ইন্সটাগ্রাম
জাকার্তা এশিয়ান গেমসে জয়ী হয়ে ফেরার পর গাঁটছড়া বাঁধলেন ভিনেশ ফোগাট এবং সহ কুস্তিগির সম্বির রাঠী। ছবি: ইন্সটাগ্রাম
হরিয়ানার চারকি দাদরিতে বিয়ে সারলেন এশিয়ান গেমস চ্যাম্পিয়ন ভিনেশ ফোগাট এবং সম্বির। ছবি: ইন্সটাগ্রাম

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Wedding season saina nehwal parupalli kashyap vinesh phogat wed atanu das deepika kumari engaged